ব্যুরো রিপোর্ট: মাত্র আর কিছুদিন বাকি, তার পরেই শুরু হবে বাঙালির প্রিয় দুর্গা পুজো। তার জন্য সাধারণ মানুষ শুরু করে দিয়েছে কেনাকাটা। এই পরিস্থিতি করোনার কারণে ভিড়ের কথা মাথায় রেখে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।
মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগামী ১৭ সেপ্টেম্বর, শুক্রবার থেকে অতিরিক্ত ১০টি মেট্রো চালানো হবে। এর আগে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ২৪৬টি মেট্রো চলত। শুক্রবার থেকে ১০টি মেট্রো বাড়ালে সেই সংখ্যা গিয়ে দাঁড়াবে ২৫৬-তে।
অর্থাৎ আগামী ১৭ তারিখ থেকে আপ এবং ডাউন লাইনে ২৫৬টি মেট্রো চলবে।পাশাপাশি মেট্রো কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, শুক্রবার থেকে সকাল এবং সন্ধ্যার ব্যস্ত সময়ে ৫ মিনিট অন্তর মেট্রো চলবে।
সকাল ৯টা থেকে ১০টা এবং সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত পাঁচ মিনিট অন্তর মেট্রো পাওয়া যাবে। সন্ধ্যা বেলার ব্যস্ত সময়ে আপ লাইনে ৫টা থেকে ৬টা এবং ডাউনে ৫টা থেকে ৬টা ও সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত পাঁচ মিনিট অন্তর চলবে মেট্রো।