ব্যুরো রিপোর্ট: আচমকাই দলবদল করলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তিনি। শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শাসক দলের পতাকা তুলে নেন বাবুল।
সম্প্রতি কেন্দ্রের বিজেপি সরকার মন্ত্রীসভায় রদবদল করে। আর এর পরেই নিজের মন্ত্রিত্বপদ খোয়ান বাবুল। এর পরেই নেটমাধ্যমে নিজের ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি।
নিজের সাংসদ পদ ছাড়ার কথাও জানিয়েছিলেন তিনি। বাবুলের এই ক্ষোভকে শান্ত করে তাঁর সঙ্গে জরুরি বৈঠকে বসেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
এই বৈঠকের পর বাবুল জানিয়েছিলেন, রাজনীতি ছেড়ে দিলেও তিনি সাংসদ পদ ছাড়বেন না। অন্য দলেও যোগ দেবেন না বলে জানিয়েছিলেন তিনি। তবে আচমকাই তৃণমূলে যোগ দিলেন তিনি।
সামনেই ভবানীপুরে উপনির্বাচন। সেখানে বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের হয়ে বাবুল সুপ্রিয়কে প্রচারের নামানোর ভাবা হয়েছিল বিজেপির তরফে।
তবে উপনির্বাচনের কিছু দিন আগে সবাইকে চমকে দিয়ে তৃণমূলে যোগ দিলেন বাবুল।