অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২১ দিন! জেনে নিন তারিখ

অক্টোবর মাসে ব্যাঙ্ক বন্ধ থাকবে ২১ দিন! জেনে নিন তারিখ

ব্যুরো রিপোর্ট:  সামনেই দুর্গা পুজো। মহামায়ার আগমনের আনন্দে ধীরে ধীরে প্রস্তুতি নিতে শুরু করেছে বাংলা। এদিকে, তারপরই রয়েছে লক্ষ্মীপুজো, কালীপুজো। এই উৎসবের মরশুমে কেনা কাটার অন্ত নেই! এই পরিস্থিতিতে এক মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

অক্টোবর মাসে ব্যাঙ্কের ছুটির যে দিনগুলি ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক,তাতে দেখা যাচ্ছে সব মিলিয়ে মোট ২১ দিন অক্টোবর মাসে বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কগুলি। উল্লেখ্য, অক্টোবর মাস মানেই হল উৎসবের মরশুম।

আর সেই কারণেই এই মাসে পর পর রয়েছে ছুটি। দেখে নেওয়া যাক অক্টোবর মাসে কোন কোন দিন থাকতে চলেছে ব্যাঙ্ক বন্ধ।অক্টোবরের প্রথমের দিকে রয়েছে গান্ধী জয়ন্তী থেকে মহালয়া। সেই উপলক্ষ্য়ে প্রথম সপ্তাহে পর পর দিন ছুটি যেমন রয়েছে, তেমনই ব্যাঙ্কের নিজস্ব কিছু ছুটির তারিখ।

১ অক্টোবর হাফ ইয়ার্লি ক্লোজিং অ্যাকাউন্ট রয়েছে (গ্যাংটক), ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন। ৩ অক্টোবর রবিবার। মহালয়া পড়েছে ৬ অক্টোবর । ৭ অক্টোবর ‘মেরা চাওরেন হউবা’ (ইম্ফল), ৯ অক্টোবর দ্বিতীয় শনিবার, ১০ অক্টোবর রবিবার।

সপ্তমী পড়েছে ১২ অক্টোবর । ফলে সপ্তমী থেকেই অর্থাৎ ১২ অক্টোবর থেকেই ব্যাঙ্ক বন্ধ থাকবে (আগরতলা, কলকাতা)। ১৩ অক্টোবর অষ্টমীতে বন্ধ ব্যাঙ্ক (আগরতলা, ভুবনেশ্বর, গ্যাংটক, গুয়াহাটি, ইম্ফল, কলকাতা, পাটনা , রাঁচি )।

১৪ অক্টোবর দশমীর দিন দেশের বিভিনন জায়গায় দশেরা ও আয়ুধ পুজো উপলক্ষ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। তবে ইম্ফাল ও সিমলাতে খোলা থাকবে ব্যাঙ্ক। ১৬ অক্টোবর গ্যাংটক দাশাইনে দুর্গাপোজ উপলক্ষ্যে (গ্যাংটক) এ বন্ধ থাকবে ব্যাঙ্ক।

১৭ অক্টোবর রবিবার পড়েছে , ফলে সাপ্তাহিক ছুটির দিন হিসাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। অক্টোবর ১৯ তারিখ, ইদ এ মিলাদ উপলক্ষ্যে দেশের একাধিক শহরে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ২০ অক্টোব মহর্ষি বাল্মীকির জন্মদয়ন্তী উপলক্ষ্যে ছুটি ।

২২ অক্টোবর ইদ উপলক্ষ্যে ছুটি (জম্মু ও কাশ্মীর)।উল্লেখ্য, ব্যাঙ্ক বন্ধ থাকলেও, অনলাইন ব্যাঙ্কিং পরিষেবার জেরে বাকি ব্যাঙ্কিং পরিষেবার সুবিধা গ্রাহকরা পাবেন। এদিকে, ২৩ অক্টোবর রয়েছে ব্যাঙ্কের চতুর্থ শনিবার।

২৪ অক্টোবর রয়েছে জম্মু ও কাশ্মীরের অ্যাসেসান ডে, অক্টোবরের ৩১ তারিখ রবিবার পড়েছে। উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে ছুটির তালিকা প্রতিবার দেওয়া হয়,

তাতে ধর্মীয় উৎসবের ছুটি ছাড়াও ব্যাঙ্কিং কাজ কর্মের জন্য বিভিন্ন কারণে ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ থাকে। সেই সমস্ত কারণ ধরেই এবারের অক্টোবর মাসে ২১ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *