তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ।

তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ।

ব্যুরো রিপোর্ট:  তৃণমূলে যোগ দিলেন বাঁকুড়া বিষ্ণুপুরের বিজেপি বিধায়ক তন্ময় ঘোষ। সোমবার তৃণমূল ভবনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর হাত থেকে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন।

তৃণমূলে যোগ দিয়ে তিনি বললেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড বা স্বাস্থ্যসাথী-র মতো প্রকল্প এলাকার মানুষের কাছে পৌঁছে দিতে তৃণমূলে এলাম।

আগামীদিনে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দেখানো পথেই বিষ্ণুপুরের উন্নয়ন করবো। তিনি আরও বলেন, বিজেপির বাংলা ও বাঙালি বিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁর তৃণমূল কংগ্রেসে যোগদান।

তন্ময় ঘোষ বিষ্ণুপরের দীর্ঘদিনের তৃণমূল নেতা ছিলেন। এমনকি বিষ্ণুপুর শহর তৃণমূলের সভাপতিও হয়েছিলেন তিনি। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগেই আচমকা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন তন্ময়।

এরপর গেড়ুুয়া শিবিরের হয়ে বিধানসভা ভোটে লড়ে জিতেও যান। গত তিনমাসে তিনি বিজেপি বিধায়ক হিসেবেই কাজ করছিলেন। সোমবার তিনি ফের ফিরে এলেন পুরোনো দলে।

জানা যাচ্ছে, বিজেপিতে যোগ দেওয়া রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বাঁকুড়ার নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হওয়ার পরই জেলার রাজনীতিতে পথ পরিবর্তন হয়।

গত কয়েকদিন ধরেই ফের তৃণমূলের সঙ্গে যোগাযোগ বাড়ছিল বিষ্ণুপুরের বিধায়কের। এরপরই সোমবার দলবদল।

ফলে বিধানসভায় বিজেপির বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৭৩-এ। এদিন তৃণমূলে যোগ দেওয়ার পর তন্ময়বাবু জানিয়ে দেন ভবিষ্যতে বহু বিজেপি বিধায়ক ঘাসফুল শিবিরে যোগ দেবেন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *