অভিষেকের ত্রিপুরা পৌঁছনোর আগেই ছেড়া হল তৃণমূলের ব্যানার, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

অভিষেকের ত্রিপুরা পৌঁছনোর আগেই ছেড়া হল তৃণমূলের ব্যানার, অভিযোগ বিজেপির বিরুদ্ধে

ব্যুরো রিপোর্ট: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা যাওয়ার আগেই দলের কিছু ব্যানার ও হোর্ডিং ছিঁড়ে দেওয়া হল।

সেই ব্যানার ও হোর্ডিং গুলিতে অভিষেক-এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল। এই ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে স্বাগত জানাতেই বিমানবন্দরের বাইরে ওই হোর্ডিং ও ব্যানার টাঙানো হয়েছিল।

কিন্তু রাতের অন্ধকারে তা ছিঁড়ে ফেলা হয় বলে জানিয়েছেন ত্রিপুরার তৃণমূলের সভাপতি আশিষ লাল সিং।

সোমবার ত্রিপুরায় দুটি কর্মসুচি রয়েছে অভিষেকের। বেলা ১২ টা নাগাদ তিনি ত্রিপুরেশ্বরী পুজো দেবেন। এর পর দুপুর সাড়ে তিনটের সময় আগরতলায় থেকে সাংবাদিক সম্মেলন করবেন অভিষেক। এই জন্য ইতিমধ্যে আগরতলায় পৌঁছে গিয়েছে তৃণমূলের নেতা-মন্ত্রীরা।

সমীক্ষার কাজে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সরকারের প্রশাসনের হাতে বন্দি হয় ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থা আইপ্যাক-এর প্রতিনিধিরা। এর পর থেকেই ত্রিপুরা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে তৃণমূল।

বিপ্লবদেব সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইতিমধ্যে সেখানে গিয়েছেন ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদার।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *