রিপোর্ট- শেখ ইনায়াত: স্বাধীনতার আগে রাষ্ট্রপতির তরফ থেকে সম্মান পত্র পেয়ে আপ্লুত কসবার বাসিন্দা ৯৭ বছর বয়সী স্বাধীনতা বিপ্লবী কার্তিক চন্দ্র দত্ত ।
আজ তার নিজস্ব বাসভবনে রাষ্ট্রপতির তরফ থেকে সম্মান পত্র পাঠানো হল। যদিও তার আগের কথা এখন খুব একটা মনে নেই।
বার্ধক্যজনিত কারণে প্রচুর স্মৃতি তার নষ্ট হয়ে গেছে মনে রাখতে পারে না তিনি অনেক কিছুই। ভারতছাড়ো আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল কার্তিক চন্দ্র দত্ত।
ছেলেরা তার এই কর্মকাণ্ড তে গর্ববোধ অনুভব করে। এবং ১৫ ই আগস্ট এর আগেই রাষ্ট্রপতির তরফ থেকে এই সম্মান পেয়ে কার্তিক চন্দ্র দত্ত ও তার পরিবারের লোকজন আপ্লুত।
এবং প্রত্যেক বছরই রাষ্ট্রীয় সম্মান তিনি পান। এবং যেহেতু কোভিড সিচুয়েশন চলছে তাই স্বরাষ্ট্র দপ্তর থেকে আজ ওনার বাড়িতে এসে উনাকে এই সম্মান পত্র দিয়ে সম্মান করা হল।