ব্যুরো রিপোর্ট: গত তিন বছর ধরে পুজোর আগেই পশ্চিমবঙ্গবাসীকে উপহার পাঠায় বাংলাদেশ সরকার। চলতি বছরেও পুজোর আগে ফের উপহার দিল তারা। রাজ্যে ঢুকল ১৬ টন পদ্মার ইলিশ। মোট ২০৮০ মেট্রিক টন ইলিশ রাজ্যে ঢুকবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকার।
বুধবার বনগাঁ পেট্রোপোল সীমান্ত দিয়ে ১৬ টন ইলিশ রাজ্যে এসেছে। বৃহস্পতিবার আরও ১১টি ট্রাক বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার কথা। গত বছরেও পুজোর আগে ইলিশ পাঠিয়েছিল হাসিনা সরকার। এবার কথামতো ফের উপহার পাঠাল তারা।
অবশ্য ২০২১ সালে ইলিশ রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ সরকার। তবে পুজোর ঠিক আগেই রুপোলি শস্য ভারতে পাঠাল বাংলাদেশ। এবারে স্থানীয় ইলিশের উৎপাদন কম তাই বাংলাদেশি ইলিশ তার ঘাটটি কিছুটা মেটাবে। ফলে বাজারে ফের বাড়তে চলেছে ইলিশের দাম।
মাছ আমদানিকারী সংস্থা সিদ্ধেশ্বরী এন্টারপ্রাইজ-এর প্রতিনিধি অশোক মন্ডল জানিয়েছেন, এই মাছ ভারতের বিভিন্ন বাজারে পৌঁছে দেওয়া হবে। খুচরো বাজারে মাছের দাম কিলো প্রতি উঠতে পারে ১৭০০ থেকে ১৮০০ টাকা।