ব্যুরো রিপোর্ট: বহু প্রতীক্ষার পর অবশেষে কোভিডের দ্বিতীয় ঢেউয়ের পর ১৮ আগস্ট বুধবার সকালে তৃতীয়বারের জন্য খুললো বেলুড়মঠ। ফলে স্বভাবতই মঠের ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খুশির হাওয়া।
কঠোর কোভিড বিধির মধ্যে সব রকম নিয়ম মেনে প্রত্যেক দর্শনার্থীদের মঠের ভিতরে যাওয়ার অনুমতি মিলবে।
এইবার মঠে প্রবেশে যা সব চেয়ে তাৎপর্যপূর্ণ তা হল প্রত্যেককে কোভিড ভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার শংসাপত্র অথবা ৭২ ঘন্টার মধ্যে কোভিড পরীক্ষার রিপোর্ট সঙ্গে রাখতে হবে।
আগের বছর কোভিডের সংক্রমণ ছড়াতে শুরু করলে ২৫ শে মার্চ ২০২০ প্রথম বন্ধ করা হয় বেলুড়মঠ। এরপর ১৫ ই জুন ২০২০ থেকে খোলা ছিল ১ আগস্ট ২০২০পর্যন্ত।
এরপর ফের বন্ধ হয়ে যায় মঠ। আবার বেলুড় মঠ খোলা হয় ১০ ই ফেব্রুয়ারি। কিন্তু কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়লে ২২ শে এপ্রিল ২০২১ থেকে ফের বন্ধ করা হয় মঠ। এরপর গুরু পূর্ণিমার দিন একদিনের জন্য ২৪ শে জুলাই একদিনের জন্য বেলুড় মঠ খুলে ছিল ‘