দুয়ারে রেশন নিয়ে বড় ঘোষণা, কী করতে হবে রেশন ডিলারদের জানাল রাজ্য সরকার

দুয়ারে রেশন নিয়ে বড় ঘোষণা, কী করতে হবে রেশন ডিলারদের জানাল রাজ্য সরকার

ব্যুরো রিপোর্ট:  ভাইফোঁটার দিন থেকেই গোটা রাজ্যে শুরু হয়ে যাবে দুয়ারে রেশন প্রকল্প। তার আগে এই প্রকল্পের জন্য রেশন ডিলারদের সুখবর শুনিয়েছে রাজ্য সরকার। বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার জন্য গাড়ি কেনার টাকা দেওয়া হবে।

সেই টাকার পরিমাণ নেহাত কম নয়। ১ লক্ষ টাকা করে রেশন ডিলারদের দেওয়া হবে হবে বলে ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই টাকা দিয়ে দুয়ারে দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার জন্য বিশেষ ধরনের গাড়ি কিনতে হবে তাঁদের।

নির্বাচনী ইস্তেহারে দুয়ারে রেশনের কথা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। তাতে বলা হয়েছিল যদি ফের ক্ষমতায় আসে তৃণমূল তাহলে বাড়ি বাড়ি ঘুরে রেশন পৌঁছে দেওয়া হবে। আর রেশনের লাইনে দাঁড়াতে হবে না তাঁদের।

রেশন ডিলাররা একেবারে বাড়িেত গিয়ে পৌঁছে দিয়ে আসবে রেশন। সেই প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পরেই তিনি দুয়ারে রেশন প্রকল্প চালু করার কথা ঘোষণা করেন। তার দিনও ঘোষণা করেছেন তিনি। ভাইফোঁটার দিন থেকেই গোটা রাজ্যে দুয়ারে রেশন প্রকল্পচালু হয়ে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ইতিমধ্যেই ডিজিটাল রেশন কার্ড পরিষেবা চালু হয়ে গিয়েছে গোটা রাজ্যে। এক দেশ এক রেশন প্রকল্প নিয়ে কেন্দ্র তৎপর হওয়ার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্কের প্রক্রিয়াও হয়ে গিয়েছে।

গোটা রাজ্যে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্কের কাজ শেষ হয়ে গিয়েছে। এক দেশ এক রেশন প্রকল্প চালু হলে সবচেয়ে বেশি সুবিধা হবে পরিয়ায়ী শ্রমিকদের।

তাঁরা দেশের যে প্রান্তেই কাজ করতে যান না কেন সেখানে গিয়ে রেশন সংগ্রহ করতে পারবেন। তাহলে খাদ্য সংকট অনেকটাই কাটবে পরিযায়ী শ্রমিকদের।

দুয়ারে রেশন প্রকল্পে বিশেষ গাড়ির ব্যবস্থা করার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের সব রেশন ডিলারদের সেই টাকা দেওয়া হবে।

এককালীন ১ লক্ষ টাকা করে দেওয়া হবে রেশন ডিলারদের। সেই টাকা দিয়ে বিশেষ ধরনের গাড়ি কিনবেন তাঁরা।তাতে চাল,ডাল, গম, সহ একাধিক জিনিসের ডালা থাকবে। সেই গাড়ি নিয়ে তাঁরা পৌঁেছ যাবেন রেশন গ্রহীতাদের বাড়িতে।

গাড়িতেই থাকবে ওজন করার যন্ত্র। রাজ্যের যেকোনও জায়গায় যেতে পারে এমন গাড়িই কিনতে হবে রেশন ডিলারদের। রাজ্যের প্রায় ২৩ হাজার রেশন ডিলারকে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। খাদ্যভবনের বৈঠকে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

দুয়ারে রেশন প্রকল্পের ট্রায়া রান শুরু হবে ১ সেপ্টেম্বর থেকে। তিনটি গাড়ি নির্মানকারী সংস্থার প্রতিনিধির সঙ্গে বৈঠক হয়েছে খাদ্য দফতরের। তাঁদেরই সম্ভবত গাড়ি তৈরির বরাত দেওয়া হতে পারে।

বিশেষ ধরনের গাড়ি তৈরি করতে ৬ লক্ষ টাকা খরচ হবে বলে জানিয়েছে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলি। তার মধ্যে রাজ্য সরকার ১ লক্ষ টাকা করে দেবে বলে জানিয়েছে। গাড়ি কেনার বাকি টাকা কোথা থেকে আসবে তা নিয়ে চিন্তায় রয়েছেন রেশন ডিলাররা। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠিও দিয়েছেন তাঁরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *