আগামী দিনে আরও বড় নাম বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে : ফিরহাদ

আগামী দিনে আরও বড় নাম বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে : ফিরহাদ

ব্যুরো রিপোর্ট:  মাস কয়েক আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুল রায়। তার পর গত শনিবার ঘাসফুল শিবিরে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। এর পর বিজেপির আরও বড় নেতারা তৃণমূলে যোগ দেবে বলে দাবি করলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম।

বৃহস্পতিবার ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে বেড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ বলেন, ‘আগামী দিনে আরও বড় নাম বিজেপি ছেড়ে তৃণমূলে আসবে। এমন একজন যোগ দেবেন, যার কথা বিজেপি ভাবতেও পারছে না। বিধায়করা তো যোগ দিচ্ছেনই। আরও অনেকে আসবেন।

‘ অবশ্য পরিবহণ মন্ত্রী বিজেপির কোন নেতাদের কথা উল্লেখ করেছেন তা জানাননি। নির্বাচনের পরেই বিজেপতে ভাঙন শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ফিরহাদের এমন দাবি বিজেপিকে অনেকটাই চাপে রাখবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

সূত্রের খবর, বিজেপির কয়েকজনের রাজ্যের শাসকদলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। পাশাপাশি সুকান্ত মজুমদারকে নতুন বিজেপি রাজ্য সভাপতি করায় অনেক কর্মীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে বলেও মনে করছে গেরুয়া শিবির।

অন্যদিকে নতুন বিজেপি রাজ্য সভাপতি দলের ভাঙনের কথা এক প্রকার স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমার মনে হয় যারা বিজেপির নীতি আদর্শ মেনে দল করেন, তাঁরা কেউ ছেড়ে যাবেন না। আমি সবাইকে আহ্বান করব, কোনও সমস্যা হলে আমাদের সঙ্গে আলোচনা করুন। একসঙ্গে বসুন। আলোচনা করলে সব সমস্যার সমাধান হয়ে যায়।‘

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *