ব্যুরো রিপোর্ট: ভারতে সমস্ত বেসরকারি বা ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সির উপর নিষেধাজ্ঞা জারি করতেই আনা হচ্ছে ‘ক্রিপ্টোকারেন্সি এবং সরকারি ডিজিটাল কারেন্সি নিয়ন্ত্রণ বিল, ২০২১’।
আইন অনুযায়ী, শুধুমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) যে ডিজিটাল কারেন্সিতে অনুমোদন দেবে, সেগুলিই ভারতে চলবে। আর এই খবর প্রকাশ হতেই হুড়মুড়িয়ে কমেছে বিটকয়েন সহ একাধিক ক্রিপ্টোকারেন্সির দাম।
সমস্ত প্রধান ডিজিটাল মুদ্রা প্রায় ১৫ শতাংশ বা তার বেশি পতন দেখেছে বিলের খবর প্রকাশ হতেই। বিটকয়েনের মূল্য প্রায় ১৮.৫৩ শতাংশ, ইথেরিয়াম ১৫.৫৮ শতাংশ এবং টেথারের মূল্য ১৮.২৯ শতাংশ কমে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রী নিজেও ডিজিটাল যুগ নিয়ে কথা বলতে গিয়ে ক্রিপ্টোকারেন্সির প্রসঙ্গ উত্থাপন করেছিলেন।বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন।
এর দাম প্রায় ৬০ হাজার ডলারের (প্রায় ৪০ লক্ষ ৮০ হাজার) আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। গত এক বছরেরও কম সময়ে এর দাম দ্বিগুণেরও বেশি হয়েছে। এর ফলে ভারতীয় বিনিয়োগকারীদেরও আকৃষ্ট করেছে বিটকয়েন।