ময়নাগুড়ির রেল দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবি বিজেপি নেত্রীর, মৃতের সংখ্যা বেড়ে হল ৯

ময়নাগুড়ির রেল দুর্ঘটনার সিবিআই তদন্তের দাবি বিজেপি নেত্রীর, মৃতের সংখ্যা বেড়ে হল ৯

দোমহনীতে গুয়াহাটি-বিকারেন রেল দুর্ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র দেখছেন বিজেপি নেত্রী। ফেসবুক পোস্টে সিবিআই তদন্তের দাবি জানালেন রূপা গঙ্গোপাধ্যায়। ফেসবুক পোস্টে একের পর এক বিতর্কিত মন্তব্যে করেছেন তিনি। এদিকে গতকালের রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ হয়ে গিয়েছে।

আজই ঘটনাস্থলে যাচ্ছেন রেলমন্ত্রী।দোমহনীতে গুয়াহাটি-বিকানেঢ় রেল দুর্ঘটনা নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়ের। ফেসবুকে তিনি লিখেছেন, ‘রেল কি নিজে থেকে বেলাইন হয়। সামনেই ভোট। রেল নিয়ে অনেক বছর কোনও বাজে খবর হয়নি।

মানুষের জীবন নিয়ে ছেলে খেলা হচ্ছে। এর সিবিআই তদন্ত করা উচিত। ‘ প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা পুরসভা ভোটের প্রার্থী বাছাইয়ের সময় থেকেই বিদ্রোহী হয়ে উঠেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। প্রকাশ্যেই দলের বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন তিনি।গতকাল ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৯।

রেলের তরফে সেকথা জানানো হয়েছে। গতকাল ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। আজ আরও একজনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। গতকাল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাঁকে।

তারপরেই তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান। ইতিমধ্যেই ট্রেন দুর্ঘটনায় মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছে কেন্দ্র।

সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের আধিকারীকরা। আজই ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রেলমন্ত্রী। ভোরেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা।

তিনি জানিয়েছেন তদন্ত হবে দুর্ঘটনার। তবে কীভাবে ঘটনা ঘটল তা নিয়ে স্পষ্ট করে তিনি কিছু বলতে চাননি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। সবার আগে রেলের বগি সরিয়ে রেললাইন ঠিক করারা কাজ চলছে বলে জানিয়েছেন আধিকারীকরা।

আরও মানুষ চাপা পড়ে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গতাকল রাতভর চলেছে উদ্ধারকাজ।সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে উদ্ধার কাজ। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন রেলের আধিকারীকরা। আজই ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রেলমন্ত্রী।

ভোরেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। তিনি জানিয়েছেন তদন্ত হবে দুর্ঘটনার। তবে কীভাবে ঘটনা ঘটল তা নিয়ে স্পষ্ট করে তিনি কিছু বলতে চাননি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ।

সবার আগে রেলের বগি সরিয়ে রেললাইন ঠিক করারা কাজ চলছে বলে জানিয়েছেন আধিকারীকরা। আরও মানুষ চাপা পড়ে রয়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গতাকল রাতভর চলেছে উদ্ধারকাজ।

ময়নাগুড়ির দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে উদ্ধারকাজে সহযোগিতার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কোভিড নিয়ে বৈঠকের সময়ই তিনি ট্রেন দুর্ঘটনার খবর পান।

সঙ্গে সঙ্গে তিনি মিটিংয়ের মাঝেই আধিকারীকদের ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। এদিকে অসমের মুখ্যমন্ত্র হিমন্ত বিশ্বশর্মাও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফোনে কথা বলেছেন। উদ্ধারকাজ নিয়ে কথা হয়েছে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *