ব্যুরো রিপোর্ট: সপ্তাহের শুরুতেই অর্থাৎ সোমবার সাংবাদিকদের সঙ্গে একটি সাংবাদিক সম্মেলন করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানিয়েছেন আগামী ১৭সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন। সেদিন থেকে আগামী ২০দিন চলবে সেবা সপ্তাহ।
কুড়ি বছর পূর্ণ করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শাসনকালে। এই সেবা সপ্তাহ জুড়ে সমস্ত জায়গায় দুস্থদের সেবা করা হবে। হাসপাতালে হাসপাতালে ফল বিতরণ করা হবে এবং নানা উদ্যোগ মূলক কাজ করা হবে বলে জানালেন দিলীপ ঘোষ।
পাশাপাশি তিনি জানিয়েছেন এরই মধ্যে থাকছে দীনদয়াল উপাধ্যায় এর জন্ম দিবস এবং গান্ধীজীর জন্মজয়ন্তী পালন করা হবে। তার সঙ্গে সমাজসেবামূলক কাজ করা হবে এবং বিজেপির সমস্ত কর্মী-সমর্থকরা একসঙ্গে কাজ করবেন বলেও জানিয়েছেন।
বিভিন্ন জেলায় জেলায় স্বাস্থ্য শিবির গড়ে তোলা হবে। ব্লাড ক্যাম্প তৈরি করা হবে। বস্তিতে হাসপাতাল তৈরি করা হবে। এগুলো দেখবে যুব মহিলা মোর্চা। এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এর পাশাপাশি তৃণমূল সরকার কেও কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ ঘোষ।
গতকালই জানানো হয়েছে কলকাতা পুরসভার উপযুক্ত পরিমাণে কো ভ্যাকসিন নেই। কলকাতা পুরসভা কে কটাক্ষ করেন দিলীপ ঘোষ তিনি জানিয়েছেন কেন্দ্র থেকে প্রচুর পরিমানের ইতিমধ্যে ভ্যাকসিন পাঠানো হয়েছে। তাহলে কেন সেই ভ্যাকসিন সরকারি জায়গায় পাওয়া যাবে না।
সেই বিষয়ে এর আগেও কলকাতা পুরসভা কে একটি শ্বেতপত্র প্রকাশ করতে বলা হয়েছিল। কিন্তু তা করা হয়নি বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ।পাশাপাশি তিনি জানিয়েছেন বিভিন্ন জায়গায় খোঁজ করলে দেখা যাবে সমস্ত প্রাইভেট জায়গাগুলিতে ভ্যাকসিন পাওয়া যাচ্ছে।
কিন্তু সরকারি জায়গাগুলোতে ভ্যাকসিন নেই ।কারণ রাজ্য সরকার ভ্যাকসিন গুলির প্রাইভেট জায়গাগুলোতে বিক্রি করে দিচ্ছে। এর ফলে সাধারণ মানুষ অসুবিধায় পড়েছে। কিছুদিনের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে ।এরই মধ্যে যদি প্রথম করোনার ভ্যাকসিন না না হয় তাহলে মানুষ সমস্যায় পড়তে পারেন বলেও দাবি করেছেন দিলীপ ঘোষ।
পাশাপাশি তিনি জানিয়েছেন এবার শুরু হতে চলেছে নমোমী গাঙ্গেয় মাধ্যম। যার মাধ্যমে নদী পরিষ্কার কাজ করা হবে ।এর মাধ্যমে ৭১ টি নদী পরিষ্কার করা হবে নদী ঘাটে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কুড়ি বছরের যে সমস্ত সামগ্রী রয়েছে মেমেন্টো হিসেবে সেগুলি নিলাম করা হবে।
যার মাধ্যমে বিভিন্ন মানুষ সে গুলি কিনতে পারবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া প্রধানমন্ত্রী কেযার ফান্ড টাকায় দেশের ১২০০ টি জায়গায় অক্সিজেন প্লান্ট তৈরি করা হবে। যার মধ্যে ৪৯ টি হবে পশ্চিমবঙ্গে। এর পাশাপাশি দিলীপ ঘোষ জানিয়েছেন পশ্চিমবাংলায় সর্বক্ষণ কোথাও না কোথাও গুলি চলছে।
কিছুদিন আগে খড়্গপুরে গুলি চলেছিল। একটি এটিএম সেন্টার লুট করা হয় সেখানে দেখা যায় টিএমসির নেতাকর্মীরাই টাকা লুট করছে। কিন্তু পুলিশ ধরবে কাকে, পুলিশের কিছু করার উপায় নেই পুলিশ বিভ্রান্তির মধ্যে পড়ে যাচ্ছে বলেও জানিয়েছেন।
এদিকে ভাটপাড়ায় সর্বক্ষণ গুলি চলছে কিন্তু পুলিশ কি করবে পুলিশের উপর প্রেসার রয়েছে ।যে বিশৃংখলার সৃষ্টি হচ্ছে তার ফলে পুলিশের কিছু করার নেই ।তাছাড়া গতকাল ফ্লাইওভার নিয়ে যে বিজ্ঞাপন বেরোয় যোগী আদিত্যনাথ কে নিয়ে যা নিয়ে ইতিমধ্যে বিতরকের সৃষ্টি হয়েছে তা নিয়ে দিলীপ ঘোষ জানিয়েছেন তৃণমূল সরকারের এত আনন্দ করার কি আছে।
নিজেরা তো কিছুই বানাননি ।সবই কেন্দ্রের যা বানিয়েছে। উল্টোডাঙ্গা বড়বাজার ব্রিজ সেগুলো সবই ভেঙে পড়েছে। নিজেরা কিছু করে দেখান তারপরে কথা বলবেন। আর এই দিকে ত্রিপুরা সর্বক্ষণ বাংলা থেকে লোক নিয়ে যাওয়া হচ্ছে প্লেনে করে ।ত্রিপুরা নিজস্ব কোনো লোক নেই বলে জানিয়েছেন দিলীপ ঘোষ ।এই বলে কটাক্ষ করেছে তৃণমূল সরকার কে।