ব্যুরো রিপোর্ট: মাদক-কাণ্ডে গ্রেফতার হলেন বলিউড অভিনেতা আরমান কোহলী। বাড়িতে মাদক রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা বা এনসিবি। রবিবার অভিনেতাকে আদালতে তোলা হবে বলে খবর।
শনিবারর আরমানের মুম্বইয়ের বাড়িতে অভিযান চালায় এনসিবি-র গোয়েন্দারা। সেখান থেকে মাদক উদ্ধার হয় মাদক।
এর পরেই অভিনেতাকে ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দারা। আর তার পরেই তাঁকে গ্রেফতার করা হয়। জানা যাচ্ছে, রবিবার মুম্বইয়ের নগর আদালতে তোলা হবে আরমানকে।
মাদক চক্রের খোঁজ পাওয়ার জন্য ‘রোলিং থান্ডার’ অপারেশন চালাচ্ছে এনসিবি।
এর পরেই মাদক চক্রে বলিউড যোগের কথা উঠে আসে। জানা গিয়েছে, ইতিমধ্যে কয়েকজন গ্রেফতার করেছে এনসিবি গোয়েন্দারা। এর মধ্যে একজন হলেন টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিত।