ব্যুরো রিপোর্ট: দুর্গাপুজোর শেষদিন। শুক্রবারই তো বিসর্জন। নবমীর সন্ধ্যায় তাই মণ্ডপে মণ্ডপে ভিড় জমেছে। তার মধ্যেই তাল কাটল বোমার আতঙ্কে।
বর্ধমান স্টেশনে পড়ে থাকা একটি ব্যাগকে ঘিরে তৈরি হয় বোমাতঙ্ক। যাত্রীদের হুড়োহুড়িতে ছড়াল তীব্র চাঞ্চল্য। বন্ধ করে দেওয়া হল ট্রেন চলাচল।