ব্যুরো রিপোর্ট: বিজেপি সাংসদ অর্জুন সিং-এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার ভোর বেলায়। এই বিষয় নিয়ে নেটমাধ্যমে ফের একবার ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সূত্রের খবর, ব্যারাকপুরের বিজেপি সাংসদের ভাট পাড়ার বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। শুধু তাই নয়, অর্জুন সিংয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের সামনেই বোমা ছোড়া হয় বলে অভিযোগ।
এই বিষয় নিয়ে রাজ্যপাল নেটমাধ্যমে লিখেছেন, ‘পশ্চিমবঙ্গে হিংসা থামার কোনও লক্ষণই নেই। সকালে সাংসদ অর্জুন সিংহের বাড়ির সামনে বোমা ফাটানো হয়।
আইনশৃঙ্খলার পক্ষে যা ভয়াবহ। আশা করি পশ্চিমবঙ্গ পুলিশ দ্রুত ব্যবস্থা নেবে। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও তাঁর (অর্জুন) নিরাপত্তার বিষয়টি তুলে ধরেছিলাম।‘