শ্বাসরুদ্ধকারী দৃশ্য প্যারিসে, মাটি থেকে ২৩০ ফুট উপরে দড়ির উপর দিয়ে হাঁটলেন এক যুবক

শ্বাসরুদ্ধকারী দৃশ্য প্যারিসে, মাটি থেকে ২৩০ ফুট উপরে দড়ির উপর দিয়ে হাঁটলেন এক যুবক

ব্যুরো রিপোর্ট:  মাটি থেকে ৭০ মিটার বা ২৩০ ফুট উপরে দড়ির উপর দিয়ে হাঁটলেন এক যুবক। দু-তিন মিটার নয়, ৬০০ মিটার (দুই হাজার ফুট)!

শ্বাসরুদ্ধকারী এই দৃশ্যের সাক্ষী থাকল প্যারিস।ফ্রান্সের ‘ঐতিহ্য দিবসে’ এই দৃশ্যের অবতারণা করেন নাথান পলিন নামের বছর সাতাশের এক তরুণ।

তিনি একজন পেশাদার টাইটরোপ ওয়াকার। মাত্র ২.৫ সেন্টিমিটার মোটা একটি দড়ির উপর দিয়ে তিনি ৬০০ মিটার দীর্ঘ পথ হেঁটেছেন! দড়ির এক প্রান্ত আইফেল টাওয়ারের সঙ্গে বাঁধা ছিল, অন্য প্রান্ত বাঁধা ছিল শাইলো থিয়েটারের সঙ্গে।

নীচ দিয়ে বইছে শেন নদী।যাতে দুর্ঘটনা না ঘটে এজন্য ব্যবস্থাও নেওয়া ছিল। পলিনের শরীরে বাঁধা ছিল আর একটি দড়ি। যেটি মূল দড়ির সঙ্গে যুক্ত ছিল।

কোনো কারণে তাঁর পা ফসকালেও যেন বিপদ না ঘটে। ৬০০ মিটারের ওই দড়ি-পথ পাড়ি দিতে পলিনকে মাঝেমধ্যে বিশ্রামও নিতে হয়েছে।

বিশ্রাম তিনি নিয়েছেন কখনও দড়ির উপর বসে কখনও শুয়ে।২০১৭ সালেই অবশ্য ফ্রান্সের এই ‘ঐতিহ্য দিবসে’ই দড়ির উপর হেঁটে শেন নদী পেরিয়ে রেকর্ড গড়েছিলেন পলিন।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *