ব্যুরো রিপোর্ট: পড়ুয়াদের জন্য বড় সুখবর। পরীক্ষার ফি এবং টিউশন ফি মুকুবের সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। শক্রবার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে।
বিজ্ঞপ্তিতে বলে হয়েছে, ‘অতিমারির পরিস্থিতিতে সমস্ত সেমেস্টারের পড়ুয়াদের টিউশন ফি মুকুব করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়। পরীক্ষার্থীদের মার্কশিট বা গ্রেড সংগ্রহ করতেও কোনও রকম ফি দিতে হবে না’
গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফি এবং টিউশন ফি মুকুব করার দাবিতে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এর পরেই সেই সব ফি মুকুব করেছিল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তার কিছু মাস পর এবার সেই পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়।