ব্যুরো রিপোর্ট: চলতি বছরে করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বাতিল করা হয়েছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ও নবম ও একাদশে শ্রেণির ফলের ভিত্তিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত করা হয়েছে। কিন্তু স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় এখনও বন্ধ।
আগামী বছর কী হবে? সেই নিয়ে ধন্ধে ছাত্রছাত্রী সহ তাদের অভিভাবকরা। জানা যাচ্ছে, কোভিডের কথা মাথায় রেখে আগেভাগেই আগামী বছরের দশম ও দ্বাদশের পরীক্ষাকে দু’ভাগে ভাগ করার কথা ভাবছে আইএসসি ও সিবিএসই বোর্ড।
এতে একটি ভাগে সম্ভব না হলে অপর ভাগের ভিত্তিতে নম্বর পাবেন পডুয়ারা। তবে এই বিষয়ে কী বলছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ?শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, ‘এখনও এমন কোনও প্রস্তাব আসেনি।
এ ব্যাপারে পর্ষদ ও কাউন্সিলই সিদ্ধান্ত নেবে।’ যদিও পর্ষদ ও কাউন্সিল সূত্রে খবর, স্কুল খোলার পর যতটুকু পঠন-পাঠন হয়েছে তার ভিত্তিতে মূল্যায়ন করা যেতে পারে। অর্থাৎ, টেস্ট পরীক্ষা হবে।
তবে সেই মূল্যায়নের ফলাফল দশম ও দ্বাদশের চূড়ান্ত পরীক্ষার নম্বর দেওয়ার ক্ষেত্রে বিবেচিত হবে কিনা সেই সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ প্রসঙ্গত,
এই বছরে সিবিএসই-র দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল করেছিল কেন্দ্র। এরপর রাজ্যও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বাতিল করেছিল। তবে আগামী বছরের পরীক্ষা হবে কীভাবে তা নিয়ে এখনও ধোঁয়াশায় রয়েছে সকলেই।