প্রকাশিত হল সিবিএসই-এর দশম শ্রেণীর ফল, পাশের হার ৯৯.০৪ শতাংশ

প্রকাশিত হল সিবিএসই-এর দশম শ্রেণীর ফল, পাশের হার ৯৯.০৪ শতাংশ

ব্যুরো রিপোর্ট: দ্বাদশ শ্রেণীর পর এবার প্রকাশিত হল সিবিএসই-এর দশম শ্রেণীর ফল। এ বছর পাশের হার হল ৯৯.০৪ শতাংশ। ছেলেদের তুলনায় এ বছর ভাল ফল করেছে মেয়েরা।

এ বছর পরিক্ষার্থীর সংখ্যা ছিল ২১ লক্ষ ১৩ হাজার ৭৬৭ জন। এর মধ্যে পাশ করেছে ২০ লক্ষ ৯৭ হাজার ১২৮ জন।

অবশ্য এদের মধ্যে ১৬ হাজার ৬৩৯ জনের মূল্যায়ন এখনও প্রকাশ করেনি সিবিএসই। এর ফল কবে প্রকাশ পাবে তা জানিয়ে দেওয়া হবে বোর্ডের তরফে।

এবছর ছেলেদের পাশের হার হল ৯৮.৮৯ শতাংশ। মেয়েদের পাশের হার হল ৯৯.২৪ শতাংশ। পাশাপাশি ১০০ শতাংশ রুপান্তরকামী পড়ুয়াও উত্তীর্ণ হয়েছেন।

অবশ্য যারা পাশ করতে পারেনি তাঁদের মার্কশিটে ‘ফেল’ না লিখে ‘পুনরায় পরীক্ষা অপরিহার্য’ কথাটি আনা হয়েছে।    

পরীক্ষার ফলে অসন্তুষ্ট হলে কোনও পড়ুয়ারা cbse.nic.in ওয়েবসাইটের মাধ্যমে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন জানাতে পারবে। এর জন্য খুব শীঘ্রই নাম নথিভুক্ত শুরু হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *