ব্যুরো রিপোর্ট: করোনা আবহে সমস্ত স্কুল বন্ধ। তাই শিক্ষকদের থেকে বিভিন্ন বিষয়ে আপডেট পেতে হোয়াটসঅ্যাপ গ্রুপের উপরেই নির্ভর করতে হচ্ছে পড়ুয়াদের। এবার তাদের সুবিধার্থে কেরিয়ার পোর্টাল লঞ্চ করল সিবিএসই।
এর মাধ্যমে বিশেষ কাউন্সেলিংয়ের সুবিধা পাবে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। জানা গিয়েছে, এর ফলে স্কুলে শিক্ষকদের সঙ্গে কেরিয়ার সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে কাউন্সেলিং আগে পাওয়া যেত, তার পরিপূরক হবে এই পোর্টাল।
ইউনিসেফ ও সিবিএসই-র টেকনিকাল পার্টনার আই ড্রিম কেরিয়ার-এর সঙ্গে যৌথভাবে এই পোর্টালটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে কেরিয়ার সম্পর্কিত বিভিন্ন তথ্য ও কাউন্সেলিং পাবে পড়ুয়ারা।
ইন্ডিয়া টাইমস-এর রিপোর্ট অনুযায়ী, আগামিদিনে বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা, শিক্ষাবিদ ও সরকারের বিশেষজ্ঞরা এই পোর্টালে পরামর্শদাতা হিসাবে যোগ দেবেন।
আগামি দিনে বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে পরামর্শ দেবেন তাঁরা। জানা গিয়েছে আঞ্চলিক ভাষার সুবিধাও এতে যোগ করা হবে। ভবিষ্যতে কোন কোন বিষয় নিয়ে পড়াশোনা করা যায়,
দেশ-বিদেশের বিভিন্ন কলেজে সুযোগের জন্য কোন পরীক্ষা দিতে হয়, শর্তাবলী কী, প্রবেশিকা পরীক্ষা কী, ইত্যাদি তথ্য এই পোর্টালের মাধ্যমেই মিলবে।