ব্যুরো রিপোর্ট: আপাতত পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। বিশেষকরে দক্ষিণবঙ্গের ওপরে সেরকম কোনও ওয়েদার সিস্টেম নেই। তবে উত্তরবঙ্গে বিশেষ করে পার্বত্য এলাকায় মাঝে মধ্যে হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
এই মুহূর্তে আবহাওয়া আরামদায়ক থাকবে বলে জানানো হয়েছে।আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, পরবর্তী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ অক্টোবর সোমবার সকালের উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কোনও কোনও সময় হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে। এরপরেও কয়েকদিন দার্জিলিং এবং কালিম্পং-এ হাল্কা বৃষ্টি হবে।
আগামী দুদিন দিনের তাপমাত্রার পাশাপাশি রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৪৮ ঘন্টায় অর্থাৎ ২৫ অক্টোবর সোমবার সকালের মধ্যে কোনও জেলাতেই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
সবকটি জেলার আবহাওয়াই আপাতত শুকনো থাকবে বলেং জানানো হয়েছে। আগামী দুদিন দিন ও রাতের তাপমাত্রার পরিবর্তনের কোনও সম্ভাবনা না থাকলেও,
তারপরের ২-৩ দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।কলকাতা ও আশপাশের এলাকার আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩২ ও ২৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (২১.২)
বালুরঘাট (২১.৮)
বাঁকুড়া (২১.৫)
ব্যারাকপুর (২৪.২)
বহরমপুর (২৩.৬)
বর্ধমান (২২.৬ )
ক্যানিং (২৫)
কোচবিহার (২০.৬)
দার্জিলিং (১২)
দিঘা (২৪.৮)
কলকাতা (২৪.৮)
মালদহ (২২.৪)
পানাগড় (২১.৭)
পুরুলিয়া (১৯.১)
শিলিগুড়ি (২২.৪)
শ্রীনিকেতন (২১.৬)
এই মুহূর্তে দেশের বর্ষা বিদায়ের রেখা রয়েছে কোহিমা, শিলচর, কৃষ্ণনগর, বারিপদা, মালকানগিলি, নালগোন্ডা, বাগালকোট, বেনগারলার ওপরে। উত্তর-পূর্ব ভারতে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।
এছাড়াও বঙ্গোপসাগর এবং পশ্চিমবঙ্গের বাকি অংশ থেকেও বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি। এখন বঙ্গোপসাগর থেকে দক্ষিণ কিংবা দক্ষিণ পশ্চিম বায়ু আর আসছে না।
এখন আসছে উত্তর-পূর্বের বাতাস। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী সারা ভারত থেকেই ২৬ অক্টোবর নাগাদ বর্ষা বিদায় নিতে চলেছে।
তবে এইদিন থেকেই দক্ষিণ ভারতের উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি শুরু হয়ে যাবে। এর প্রভাবে পূর্ব-মধ্য আরব সাগরে কর্নাটক উপকূলের আছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যার জেরে আগামী কয়েকদিন তামিলনাড়ু, পণ্ডিচেরী, কেরলে অতিভারী ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।