মেঘ-বৃষ্টির খেলা শীতেও, শৈলশহরে তুষারপাত! পশ্চিমী ঝঞ্ঝায় বৈপরীত্য বাংলার আবহাওয়ায়

মেঘ-বৃষ্টির খেলা শীতেও, শৈলশহরে তুষারপাত! পশ্চিমী ঝঞ্ঝায় বৈপরীত্য বাংলার আবহাওয়ায়

ব্যুরো রিপোর্ট:  বাংলার দুদিকে দু-রকম আবহাওয়া। এক পশ্চিমী ঝঞ্ঝা দু-ভাগে ভাগ করে দিয়েছে বাংলাকে। উত্তুরে হাওয়া আটকে দক্ষিণবঙ্গের শীত উধাও করেছে ছেড়েছে, আর উত্তরবঙ্গে বিশেষ করে শৈলশহরে তুষারপাত ঘটিয়ে শীতের কাঁপুনি ধরিয়ে দিয়েছে।

মেঘ-বৃষ্টির খেলার মধ্যেই তুষারপাত উপভোগ করছেন পাহাড়ের পর্যটকরা।হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে পাহাড়ে বৃষ্টি ও তুষারপাত হচ্ছে। এই সময় দার্জিলিংয়ের উপর দিয়ে পশ্চিমী ঝঞ্ঝা বয়ে যাচ্ছে।

ফলে তুষারপাত হচ্ছে টাইগার হিলে। টাইগার হিল সংলগ্ন রাস্তাঘাট ঢেকেছে বরফের চাদরে। গত দুদিন ধরে তুষারপাত হচ্ছিল দার্জিলিংয়ের সান্দাকাফু ও সিকিমের ছাঙ্গুতে। এবার টাইগার হিলেই সেই নান্দনিক দৃশ্যের অবতারণা হল।

একইসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, বাংলার একদিকে যেমন প্রবল ঠান্ডায় তুষারপাত হচ্ছে, অন্যদিকে শীত উধাও। কলকাতার তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৪ ডিগ্রি। যা স্বাভাবিকের তুলনায় অন্তত চার ডিগ্রি বেশি।

আকাশে মেঘ রয়েছে। দু-এক পশলা বৃষ্টিও হয়েছে। ফলে ঠান্ডা গায়েব।উত্তরবঙ্গের আবহাওয়া নিয়ে আবহবিদরা জানিয়েছেন, শীতে কাঁপছে পাহাড়। তাপমাত্রা নেমে তুষারপাত। শৈলশহরে হাড়কাঁপানো ঠান্ডা।

উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ৫ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং, সিকিম-সহ বিস্তীর্ণ এলাকায় তুষারে ঢেকেছে রাস্তাঘাট। দার্জিলিং মেঘে ঢাকা। সারাদিন দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিন।

হতে পারে শিলাবৃষ্টিও।আলিপুর হাওয়া অফিসের তরফে পূর্বাভাস ছিল, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ে শিলাবৃষ্টি সম্ভাবনা থাকছে। মঙ্গলবার বৃষ্টি শুরু হবে। তা বুধবার পর্যন্ত চলবে বলে জানিয়েছিল হাওয়া অফিস।

সেইমতো বুধবার শিলাবৃষ্টি হতে পারে পাহাড়ের দুই জেলায়।বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। কলকাতা-নদিয়া-হুগলিতেও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তে বৃষ্টির সম্ভাবনা যে সব জেলায়তিনদিনভর মেঘলা আকাশ হয়ে রয়েছে।

পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি, কলকাতাতেও। আবহবিদরা বলেছেন, পশ্চিমী ঝঞ্ঝার পাশাপাশি বঙ্গোপসাগরে তৈরি হয়ছে ঘূর্ণাবর্ত। তা নিম্নচাপ পরিণত হয়ে বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন শীতের দাপুটে ইনিংস শুরু হতে আরও এক সপ্তাহ সময় লাগবে। পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ না সরলে ঠান্ডা পড়বে না দক্ষিণবঙ্গে। নতুন বছর শুরু হওয়ার পর ধীরে ধীরে পারদ নামবে।

তবে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি নিচে এখনই নামার সম্ভাবনা নেই। অন্তত নতুন বছরের তিন চারদিনের মধ্যে তা হচ্ছে না। ফরে শীতের দাপুটে ইনিংস শুরু হতে নতুন বছরের প্রথম সপ্তাহ কেটে যাবে বলেই মনে করছেন আবহবিদরা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *