ব্যুরো রিপোর্ট: পুরভোটের নির্ঘন্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ১৯ ডিসেম্বর কলকাতার ১৪৪টি ওয়ার্ডে ভোট হবে বলে জানিয়েছে কমিশন। ভোটের ফল প্রকাশ ২২ ডিসেম্বর হবে বলে জানানো হয়েছে।
কমিশনের তরফে জানানো হয়েছে, ১৯ ডিসেম্বর সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ হবে। কলকাতা পুরসভায় ১৪৪টি ওয়ার্ড মিলিয়ে বুথের সংখ্যা হল ৪৭৪২টি। সঙ্গে ৩৮৫টি অক্সিলারি বুথেও হবে ভোট গ্রহণ।
নির্ঘন্ট ঘোষণা হওয়ার পরেই অর্থাৎ বৃহস্পতিবার থেকে কলকাতায় জারি হয়ে গেল আচরণবিধি।করোনার কথা মাথায় রেখে প্রচারের ক্ষেত্রে নিয়মে বদল এনেছে কমিশন। বড় মিটিং বাদ দিয়ে ছোট মিটিং করার পরামর্শ দেওয়া হয়েছে।
বড় মিটিং হলে তা বড় জায়গায় করতে হবে বলে জানিয়েছে কমিশন। পাশাপাশি বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে সর্বাধিক পাঁচ জন জেতে পারবেন বলেও জানানো হয়েছে।
এছাড়া সন্ধ্যা ৭টা থেকে সকাল ১০টা পর্যন্ত বড় জনসভা করা যাবে না বলে জানিয়েছে কমিশন। কলকাতায় পুরভোটে ৪০ লক্ষের বেশি
মানুষ ভোট দেবেন। ইভিএমের মাধ্যমে হবে এই ভোট। যদি পুনির্বাচন করতে হয় সেক্ষেত্রে তা ২০ ডিসেম্বর হবে বলে জানিয়েছে কমিশন।