শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা বাড়িয়ে দিল উদ্বেগ, একনজরে পরিসংখ্যান

শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃতের সংখ্যা বাড়িয়ে দিল উদ্বেগ, একনজরে পরিসংখ্যান

ব্যুরো রিপোর্ট:  কলকাতায় কার্যত লাগামহীনভাবে বাড়তে আরম্ভ করে দিয়েছে করোনা সংক্রমণ। দুর্গাপুজোর পর থেকেই হু হু করে বেড়ে গিয়েছে শহরের সংক্রমণের অঙ্ক।

এদিকে সেই নিরিখে সারা দেশে আক্রান্তের সংখ্যা সেভাবে গত কয়েকদিনে মাথাচাড়া না দিলেও করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় দেশে ফের একবার ছাড়িয়ে গেল ১৫ হাজারের দৈনিক আক্রান্তের সংখ্যা।

শেষ ২৪ ঘণ্টায় করোনার জেরে মৃত্যু হয়েছে ৭৩৩ জনের।এদিকে দেখা যাচ্ছে, গতকালের রিপোর্টে করোনা সংক্রমণের যে অঙ্ক দেওয়া রয়েছে তার থেকে ২০ শতাংশ এদিন বেড়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা।

গতকালের রিপোর্টে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে তথ্য দিয়েছে তাতে দেখা গিয়েছে শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ০২১ জন।

এদিন সেই অঙ্ক বেড়ে গিয়ে হয়েছে ১৬ হাজার ১৫৬ জন। এই জায়গা থেকে আশঙ্কা বাড়ছে। কারণ, করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা যেমন ১৫ হাজারের ঘর ছাড়িয়েছে, তেমনই বেড়েছে দেশের শেষ ২৪ ঘণ্টায় মৃতের সংখ্য়া।

গত কয়েকদিনে দৈনিক মৃত্যু ৫০০ এর নিতে থাকলেও শেষ একদিনে তা ৭৩৩ হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে উৎসবের মরশুম পার করে কয়েক মাস কাটতেই দেশে দেখা গিয়েছিল করোনার বিধ্বংসী দ্বিতীয় স্রোত।

এরপর দুর্গাপুজো থেকে নবরাত্রির মরশুমের পরই কয়েকদিন যেতে না যেতেই হু হু করে বাড়ছে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা।এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশে করোনার জেরে অ্যাক্টিভ কেসলোড রয়েছে ১৬০,৯৮৯ জনের।

এদিকে দেশে বাড়বাড়ন্ত করোনা পরিস্থিতির মধ্যে রীতিমতো আতঙ্কিত অবস্থা দেখা দিতে শুরু করে দিয়েছে। উল্লেখ্য, মধ্যপ্রদেশের পর দেশে এওয়াই ডট ফোর ডট টু ভ্যারিয়েন্টের দাপট হু হু করে বাড়ছে।

মধ্যপ্রদেশের পর দেশে কর্ণাটকে ৭ জন এমন করোনা আক্রান্তকে পাওয়া গিয়েছে যাঁরা এই ভ্যারিয়েন্টের শিকার। এই পরিস্থিতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে ভারতে করোনা পরিস্থিতি ঘিরে। কেরলেও এই ভ্যারিয়েন্টের রমরমা বাড়তে শুরু করে দিয়েছে।

এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে নতুন করোনা গ্রাফ। দেখা গিয়েছে এদিনের রিপোর্টে জানানো হয়েছে, করোনার জেরে শেষষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৭.১ হাজার জন।

কেরলে শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯.৪৫ হাজার জন। মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১.৪৯ হাজার জন, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ১.০৮ হাজার জন হয়েছেন। ভারতে পরীক্ষা করা পজিটিভিটি রেট হল ১.২৫ শতাংশ।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *