ব্যুরো রিপোর্ট: গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসের সংক্রমিত হয়েছেন ৪২, ৯০৯জন। সামান্য কমেছে দৈনিক সংক্রমণ। তবে কেরল নিেয় উদ্বেগ বাড়ছে।
গোটা দেশের করোনার দৈনিক করোনা সংক্রমণের দুই তৃতীয়াংশ সংক্রমণে কেরলে হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩৮০ জন।
গতকালের চেয়ে সামান্য কমল দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন ৪২,৯০৯ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৩৪,৭৬৩ জম। দেশে মোট সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৩,১৯,২৩,৪০৫ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন ৩৮০ জন।
কেরলে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। গোটা দেশের করোনা সংক্রমণের দুই তৃতীয়াংশ সংক্রমণ কেরলে হচ্ছে।
গত ২৪ ঘন্টায় কেরলে করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ২৯,৮৩৬ জন। শুধু মাত্র কেরলেই মারা গিয়েছেন ৭৫ জন। ওনাম উৎসবের পরেই করোনা ভাইরাসের সংক্রমণে কেরলে বাড়তে শুরু করেছে।
আজ গোটা দেশেই উদযাপিত হচ্ছে জন্মাষ্টমী। মুম্বইয়ে বিশেষ ধুমধাম করে উদযাপন করা হয় জন্মাষ্টমী। দহিহান্ডি ভাঙার জন্য মহল্লায় মহল্লায় ঘুরে বেড়ায় দল।
কিন্তু করোনার কারণে এবার আর মুম্বইয়ে দহিহান্ডি ভাঙার প্রথা বন্ধ রাখা হয়েছে। যাতে কেউ করোনাবিধি লঙ্ঘন না করেন সেকারণে মুম্বই শহরের একাধিক থানায় অতিরিক্ত পুিলশ মোতায়েন করা হয়েছে।
এই নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। নির্বাচনী মিটিং মিছিল, জনসভায় রাশ টানা হচ্ছে না অথচ জন্মাষ্টমীর উৎসবে করোনাবিধি কড়া করা হচ্ছে।
করোনা ভাইরাসের থার্ড ওয়েভের সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সেকারণে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করোনা বিধা লাগু রাখার জন্য রাজ্যগুলিকে নির্দেশ পাঠিয়েেছ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে অক্টোবর মাসে করোনা সংক্রমণের থার্ডওয়েভ চরম আকার নেবে। বিশেষ করে শিশুদের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়বে বলে সতর্ক করা হয়েছে।
সেকারণে হাসপাতালগুলিতে শিশু বিভাগের চিকিৎসা পরিষেবা উন্নত এবং অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
গত কয়েক সপ্তাহ ধরে ভারতের বেশ কয়েকটি রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করেছে। তারমধ্যে শীর্ষে রয়েছে কেরল।
ওনাম উৎসবের পরেই করোনা ভাইরাসের সংক্রমণ কেরলে বাড়তে শুরু করে। এইনিয়ে বেশ উদ্বেগে রয়েছে গোটা দেশ। এদিকে পশ্চিমবঙ্গেও করোনা সংক্রমণ বেড়েছে। কলকাতা, উত্তর ২৪ পরগনায় করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে।