বাদল অধিবেশন চালাতে দিচ্ছে না কংগ্রেস, তাদের মুখোশ খুলে দিন : প্রধানমন্ত্রী

বাদল অধিবেশন চালাতে দিচ্ছে না কংগ্রেস, তাদের মুখোশ খুলে দিন : প্রধানমন্ত্রী

ব্যুরো রিপোর্ট: পেগাসাস কাণ্ডে প্রতিদিনই উত্তাল হয়ে উঠছে সংসদের দুই কক্ষ। বিরোধীদের হইহট্ট গোলের জেরে রোজই মুলতুবি হয়ে যাচ্ছে বাদল অধিবেশন।

এই বিষয় নিয়ে মোদী সরকারকে রীতিমতো আক্রমণ করে যাচ্ছেন কংগ্রেস সাংসদরা। আর এতেই বেশ বিরক্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই জন্য এবার দলের সাংসদদের কংগ্রেসের মুখোশ খুলে দেওয়ার নির্দেশ দিলেন তিনি।

সূত্রের খবর, বিজেপির পার্লামেন্টারি কমিটির বৈঠকে সাংসদদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, ‘সংসদের বাদল অধিবেশন চালাতে দিচ্ছে না কংগ্রেস। বারবার বাধা দেওয়া হচ্ছে।

সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের সামনে কংগ্রেসের মুখোশ খুলে দিন।’ সংসদে অচলাবস্থা সৃষ্টির কোনও কারণ নেই। ইচ্ছাকৃত ভাবে কংগ্রেস সংসদে বাধা সৃষ্টি করছে বলে সাংসদদের জানিয়েছেন মোদী।

শুধু কংগ্রেস নয়, পেগাসাস কাণ্ড নিয়ে সংসদে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানিয়েছে তৃণমূলও। ইতিমধ্যে পেগাসাস কাণ্ডের তদন্ত করতে রাজ্যে একটি কমিটিও গঠন করেছে মমতা সরকার।

এই আবহের মধ্যেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন তিনি। আর সেখানে পেগাসাস কাণ্ড নিয়ে কথা হতে পারে বলে সূত্রের খবর।   

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *