ব্যুরো রিপোর্ট: দুর্গাপুজোর সপ্তমীতে কার্যত স্বস্তি ফিরিয়ে দিয়ে নামল করোনা গ্রাফ। শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে নেমে গিয়েছে। গত কয়েকদিনেই ২০ হাজারের নিচে নেমেছিল করোনা আক্রান্তের সংখ্যা।
এবার সেখান থেকে ১৫ হাজারের নিচে নেমে কার্যত বহু মাস পরে নয়া রেকর্ড গড়ল দেশের করোনা গ্রাফ। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১৪,৩১৩ জন। একনজরে দেখে নেওয়া যাক করোনা ঘিরে দেশের সার্বিক পরিস্থিতি।
গত ১৭ মাসে কার্যত ভয়াবহ পরিস্থিতি দেখেছে মহারাষ্ট্র। দেশের করোনার জেরে অন্যতম বিধ্বস্ত পরিস্থিতি ছিল মহারাষ্ট্রে।
তবে সেরাজ্যে গতকাল যে অবস্থা দেখা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, মহারাষ্ট্র শেষে ২৪ ঘণ্টায় ১৭৩৬ জন আক্রান্ত হয়েছেন। শেষ ১৭ মাসে যে পরিসংখ্য়ান কার্যত তাক লাগিয়ে দিচ্ছে।