দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু ফের একটু ঊর্ধ্বমুখী, ২৪২ দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয়

দেশে করোনার সংক্রমণ ও মৃত্যু ফের একটু ঊর্ধ্বমুখী, ২৪২ দিনের মধ্যে সর্বনিম্ন সক্রিয়

ব্যুরো রিপোর্ট:  দেশে করোনার দৈনিক সংক্রমণ কমছে ধীরে ধীরে। উৎসবের মরশুমেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে। আশঙ্কা থাকলেও করোনার সংক্রমণ ১৫ হাজারের নিচে আটকে রাখা সম্ভবপর হয়েছে। বুধবার করোনা সংক্রমণের পরিসংখ্যানে স্পষ্ট আভাস সুস্থ হচ্ছে দেশ।

এদিন একলাফে অনেকটাই কমেছে সংক্রমণ। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, করোনা সার্বিক পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। উৎসবের মরশুমেও করোনা সংক্রমণে এই নিয়ন্ত্রণ স্বস্তি দিয়েছে দেশবাসীকে।

তবে গতদিনের তুলনায় বুধবার করোনার গ্রাফ একটু ঊর্ধ্বে। এদিন প্রায় ১ হাজার সংক্রমণ বেশি হয়েছে। করোনামুক্তও হয়েছেন প্রায় ১ হাজার কম। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী বুধবার করোনা সংক্রমিত হয়েছেন ১৩,৪৫১ জন।

মোট করোনা সংক্রমণ দাঁড়িয়েছে ৩ কোটি ৪২ লক্ষ ১৫ হাজার ৬৫৩। গতদিন করোনার সংক্রমণ ছিল ১২ হাজার ৪২৮ জন।এদিন আবার মৃতের সংখ্যাও গতদিনের তুলনায় বেশি হয়েছে। মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছিল ৩৫৬ জনের।

এদিন সেই সংখ্যা ছাড়িয়ে গিয়েছে ৫০০। বুধবারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৫৮৫ জন। করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ১৫০-রও নিচে। কিন্তু তা আবার বাড়তে শুরু করায় একটু উদ্বেগ ধরা পড়েছে।

দেশে এখনও পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন মোট ৪,৫৩,৬৫৩ জন।করোনা সংক্রমণের হার দেশে নিম্নমুখী হওয়ায় উদ্বেগ অনেকটাই কমেছে। তারপর উৎসবের আনন্দে সপ্তাহভর মেতেছিল গোটা দেশ।

বাংলায় দুর্গাপুজো, অন্যদিকে নবরাত্রি, দশেরা। বাংলা-সহ দেশের একাধিক রাজ্যে দুর্গাপুজোর মণ্ডপে মণ্ডপে ভিড় ধরা পড়েছে। বারবার গবেষকরা এই নিয়ে সতর্ক করেছিলেন। তারপর এখনও পর্যন্ত স্বস্তির ছবিই সামনে এসেছে।

সে অর্থে বাড়েনি করোনার সংক্রমণ।গত দু-সপ্তাহ ধরে করোনা ভাইরাসের দৈনিক গ্রাফ সন্তোষজনক জায়গায় রয়েছে দেশে। দেশে করোনা সংক্রমণ ১৫ হাজারের মধ্যেই ঘোরাফেরা করেছে। দুর্গোৎসব, নবরাত্রি ও দশেরার মধ্যেও এই নিয়ন্ত্রণ আশা জাগিয়েছে বিশেষজ্ঞদের।

দেশে কমেছে সক্রিয় করোনা রোগীর সংখ্যাও। সক্রিয় রোগীর সংখ্যা কমে প্রায় দেড় লক্ষের কাছাকাছি এসে গিয়েছে। বর্তমানে সক্রিয় রোগী ১ লক্ষ ৬২ হাজার ৬৬১। ২৪২ দিনের মধ্যে সবথেকে কম করোনা সক্রিয় দেশে।

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪,০২১ জন। মোট করোনামুক্তের সংখ্যা ৩ কোটি ৩৫ লক্ষ ৯৭ হাজার ৩৩৯। করোনায় এদিন ভ্যাকসিনেশন হয়েছে ৫৫ লক্ষ ৮৯ হাজার ১২২। মোট করোনা ভ্যাকসিনেশন ১০৩ কোটি ৫৩ লক্ষ ২৫ হাজার ৫৭৭।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *