ব্যুরো রিপোর্ট: করোনার জেরে শেষ ২৪ ঘণ্টায় ২০ হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। দুর্গাপুজোর আগে হু হু করে নামছে করোনা আক্রান্তের সংখ্যা। এদিকে, পুজোর আগে এইভাবে করোনা আক্রান্তের সংখ্যায় পতনের ঘটনা খানিকটা স্বস্তি এসেছে।
তারই মাঝে করোনা বিধিতে একাধিক ছাড় দিয়েছে কেন্দ্র। এই অবস্থায় করোনার জেরে দেশে শেষ ২৪ ঘণ্টায় কী পরিস্থিতি হয়েছে দেখে নেওয়া যাক।উল্লেখ্য, উৎসবের মরশুমে করোনার প্রকোপ যাতে কম হয়, তার জন্য রাজ্যগুলিকে বহু নির্দেশ দিয়েছে কেন্দ্র। একাধিক বন্দোবস্ত তৈরি রাখার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে।
এদিকে দৈনিক আক্রান্তের সংখ্যা করোনাকালে উৎসবের মরশুমে কমলেও সুস্থতার হারে সেভাবে বড় ফারাক দেখা যাচ্ছে না। এদিকে, দেশে অ্যাক্টিভ কেস হু হু করে নামছে। যা কার্যত একটি স্বস্তির বার্তা নিয়ে এসেছে।
তবে দৈনির মৃতের সংখ্যা উৎসবের মরশুমেও বেশ উদ্বেগে রাখছে। এদিকে দেশে করোনার জেরে মৃত্যু হয়েছে ২১৪ জনের। নতুন করে উদ্বেগ বাড়ছে, আক্রান্তের সংখ্যা। দেশে করোনার মোট বলি ৪ লাখ, ৫০ হাজার, ৫৮৯ জন। এদিকে, ২৪ ঘণ্টার রিপোর্টের পরিসংখ্যানে স্বস্তি দিচ্ছে করোনার অ্যাকটিভ কেসও।