ব্যুরো রিপোর্ট: রাজ্যে ফের ১৫ দিনের জন্য বাড়ল করোনা বিধিনিষেধের সময়সীমা। রাজ্য সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে জারি থাকবে কোভিড বিধিনিষেধ।অবশ্য এবারেও লোকাল ট্রেন চালু করা নিয়ে রাজ্য সরকারের তরফে কিছু জানানো হয়নি।
নিত্যযাত্রীরা আশা করেছিলেন ১৫ তারিখের পর থেকে চালু হবে লোকাল ট্রেন। আপাতত সেই আসায় জল ঢালল নতুন এই নির্দেশিকা। লোকাল ট্রেন পুরোপুরি ভাবে না চললেও, সামান্য কিছু পরিমাণে চলছে।
কিন্তু তাতে রীতিমতো বাদুড় ঝোলা করে কাজে যেতে হচ্ছে সাধারণ মানুষকে। ফলে আপাতত সাধারণ মানুষের সেই কষ্ট আরও কিছুদিনের জন্য বাড়ল। পাশাপাশি রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন কার্ফু।