ব্যুরো রিপোর্ট: করোনা আক্রান্ত এমএনএস বা মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরে। শনিবার তিনি আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।
শুধু তিনি নয়, তাঁর মা কুন্দা ঠাকরেও করোনা আক্রান্ত হয়েছেন। অবশ্য দু’জনেই টিকার দুটি ডোজ নিয়েছিলেন। আপাতত তাঁরা রয়েছেন হোম কোয়ারেন্টাইনে।
রাজ ঠাকরে টিকার দুটি ডোজ নিলেও, জনসমক্ষে মাস্ক পড়তে অস্বীকার করতেন। করোনা আক্রান্ত হওয়ার পর রাজ ঠাকরের চিকিৎসা করা এক চিকিৎসক বলেন, ‘রাজ ঠাকরের মায়ের করোনা পরীক্ষার রেজাল্ট পজিটিভ আসে।
এরপর তাঁকে ককটেল থেরাপি দেওয়া হয়েছিল। পরে তাঁকে শুক্রবার ছেড়ে দেওয়া হয়েছিল। শনিবার, রাজ ঠাকরে এবং তাঁর বোনের করোনা রেজাল্টও পজিটিভ আসে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তাঁরা। তিনজনেই টিকার সম্পূর্ণ ডোজ নিয়েছিলেন এবং ককটেল থেরাপিতে ভালো সাড়া দিচ্ছেন।‘
রাজের মায়ের পাশাপাশি তাঁর বোনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন এমএনএস নেতা সন্দীপ দেশপান্ডে। সঙ্গে বাড়ির পরিচারিকাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন বৃহন্মুম্বাই পৌর নিগমের কর্মকর্তারা।