ব্যুরো রিপোর্ট: রাজ্যে বন্ধ হতে চলেছে কোভিশিল্ড কেন্দ্রগুলি। টিকার জোগান না থাকায় বুধবার থেকে এই কেন্দ্রগুলি বন্ধ থাকবে। বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানাল কলকাতা পুরসভা। তবে, কোভ্যাক্সিন দেওয়ার ব্যবস্থা আগের মতো চালু থাকবে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার থেকে কোভিশিল্ড কেন্দ্রগুলি বন্ধ করার কথা জানিয়েছিল পুরসভা। কিন্তু সোমবার রাতে রাজ্যে কিছু টিকা আসায় মঙ্গলবার এই কেন্দ্রগুলি চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। টিকা নিয়ে এই সমস্যার জন্য কেন্দ্রীয় সরকারের দিকেই আঙুল তুলেছে কলকাতা পুরসভা।
আগে থেকেই কেন্দ্রীয় সরকার রাজ্যকে সঠিক পরিমাণ টিকা দিচ্ছে না বলে অভিযোগ করেছিল রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে টিকার জোগান বাড়ানোর কথা বলেছিলেন।
কংগ্রেস সাংসদ টিকার জোগান বাড়ানোর জন্য কেন্দ্রকে চিঠিও লিখেছিলেন। অবশ্য সেই সমস্যার সমাধান এখনও পর্যন্ত না হওয়ায়, এবার রাজ্যে বন্ধ হচ্ছে কোভিশিন্ডের টিকাকরণ।