৩ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যা নামল ১০-র নীচে

৩ হাজার ছুঁই ছুঁই দেশের দৈনিক করোনা সংক্রমণ, দৈনিক মৃত্যুর সংখ্যা নামল ১০-র নীচে

ব্যুরো রিপোর্ট:  গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণ ফের উর্ধ্বমুখী। গতকালের চেয়ে সামান্য বাড় করোনা আক্রান্তের সংখ্যা। গতকাল যেখানে ২৮২৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিেলন সেখানে আজ গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৮৪৭ জন।

তবে করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা অনেকটাই কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মারা গিয়েছেন মাত্র ৯ জন।করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যায় রেকর্ড পতন। মাত্র ৯ জনের মৃত্যু হয়েছে ১ দিনে।

যদিও দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা কমেনি। সেটা ক্রমশ বাড়ছে। গতকালের চেয়ে বেড়েছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তবে আশার কথা একাধিক রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমছে।

দেশে সুস্থতার সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩,৮৪১ জন। সেই সঙ্গে দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যাও অনেকটা কমেছে। দেশে এখন অ্যাক্টিভ রোগী রয়েছেন ১৮,৬০৪ জন। কয়েকদিন আগে পর্যন্ত সংখ্যাটা ছিল ১৯ হাজারের উপরে।

তবে রাজধানী দিল্লিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ফের বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আন্ত হয়েছেন ১,০৩২ জন। গতকাল ৯০০-র ঘরে ছিল রাজধানী দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা।

তবে আক্রান্তেদের অধিকাংশই হোম আইসোেলশনে রয়েছেন। পশ্চিমবঙ্গে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যাও কমেছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪২ জন। করোনা কাটিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৩৯ জন।

মহারাষ্ট্র এবং কেরলেও তেমন করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েনি। করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে এই রাজ্যগুলিতে।এদিকে উত্তর কোরিয়ায় হঠাৎ করে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

জ্বরের কারণে ১০০০-র উপরে ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছে। ইতিমধ্যেই ৬ জন মারা গিয়েছেন করোনা ভাইরাসের সংক্রমণে সেখানে। দ্রুত ছড়াচ্ছে জ্বর।

সেকারণে কড়া বিধিনিষেধ জারি করেছে কিম। এক প্রকার লকডাউন ঘোষণা করা হয়েছে সেখানে। চিনের সাংহাইয়েও কড়া কডাউন চলছে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায়।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *