ব্যুরো রিপোর্ট: পঞ্চভূতে বিলিন হল সুব্রত মুখোপাধ্যায়ের নস্বর দেহ। কেওড়াতলা মহাশশ্মানে গান স্যালুটে বিদায় জানানো হল পঞ্চায়েত মন্ত্রীকে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
একডালিয়া এভারগ্রিন ক্লাব থেকে শোভাযাত্রা করে কেওড়াতলা মহাশশ্মানে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। অসংখ্য মানুষ এই শেষযাত্রায় সামিল হয়েছিলেন। গান স্যালুটের আগে মন্ত্রীর পা ছুয়ে প্রণাম করেন অভিষের বন্দ্যোপাধ্যায়।আর ফিরবেন না তিনি।
পড়ে রইল বালিগঞ্জের অফিসের সাদা টাওয়েলে ঢাকা চেয়ার। সামনে পরে রইল মাস্ক পেন। আর সেই অফিসে দেখা যাবে না সুব্রত মুখোপাধ্যায়কে। ভাইফোঁটাও নেওয়া হল না তাঁর। বালিগঞ্জের বাড়িতে অন্ধকার নেমে এসেছে।
কালীপুজোর রাতেই আঁধারে ঢেকেছে গোটা বাড়ি। সেদিন রাতেই মারা যান সুব্রত মুখোপাধ্যায়। শুক্রবারই হাসপাতাল থেকে ফেরার কথা ছিল তাঁর। তার আগেই ছুটি হয়ে গেল জীবন থেকে। কান্নায় ভেঙে পড়েছেন বনেরা।
কী খাওয়াবেন দাদাকে। ভাইফোটার উপহারও কেনা হয়ে গিয়েছিল। ঠিক হয়েছিল দাদা বাড়ি ফিরলেই যেন ফোঁটার আয়োজন করবেন বলে জানিয়েছিলেন।
মাছের টক আর নাড়ু খাবেন বলেছিলেন। সেটা আর খাওয়া হল না তাঁর। বালিগঞ্জের বাড়িতে যখন পৌঁছয় দেহ তখন কান্নায় ভেেঙ পড়েন পরিবারের লোকেরা।