মোহনবাগানের সচিব পদে দায়িত্ব নিয়েই একাধিক প্রতিশ্রুতি দেবাশিস দত্তের

মোহনবাগানের সচিব পদে দায়িত্ব নিয়েই একাধিক প্রতিশ্রুতি দেবাশিস দত্তের

ব্যুরো রিপোর্ট:  প্রত্যাশা মতোই বিনা প্রতিদ্বন্দ্বীতায় মোহনবাগান নির্বাচনে জয়ী হলে দেবাশিস দত্ত। অর্থ সচিব থেকে ঐতিহ্যবাহী মোহনবাগানের সচিব পদে দায়িত্ব নিলেন দেবাশিস। এ বারের মোহনবাগান নির্বাচন ছিল বিরোধী শূন্য। দীর্ঘ আড়াই দশক পর মোহনবাগানের নির্বাচনে অংশ ছিল না ময়দানের বিখ্যাত বসু পরিবার।

সৃঞ্জয় বসু, টুটু বসু’রা হঠাৎ কেন নির্বাচন থেকে সরে গেলেন সেই প্রশ্নটা রয়েই গিয়েছে। তবে, ঐতিহ্যশালী মোহনবাগানের সচিব পদে দায়িত্ব নিতে পেরে খুশি দেবাশিস দত্ত।অবসরপ্রাপ্ত বিচারক অসীম কুমার রায়ের নেতৃত্বে তৈরি নির্বাচনী প্যানেলের তত্ত্বাবধানে এ বারের মোহনবাগান নির্বাচন হয়।

বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়ী স্বপন বন্দ্যোপাধ্যায়ের প্যানেলের ২২ জন সদস্যের নাম ঘোষণা করেন অসীম কুমার রায়। বিরোধি পক্ষের এক জন মনোনয়ন জমা দিলেও শেষ মুহূর্তে বিরোধীদের একমাত্র প্রার্থী নিজের মনোনয়ন নাম প্রত্যাহার করে নেয়।

মোহনবাগান সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর আবেগভরা কন্ঠে দেবাশিস দত্ত বললেন, “আমি আজ যেখানে পৌঁছতে পেরেছি,তার বড় অবদান টুটু বসু ও অঞ্জন মিত্র। এঁরা না থাকলে সম্ভব হত না। আজ সকালেই টুটুদার আর্শীবাদ নিয়ে এসেছি।

আমাকে সবুজ-মেরুন উত্তরীয় পড়িয়ে তিনি ভাল কাজ করার শুভেচ্ছা জানিয়েছেন।” মোহনবাগানের সহ সচিব পদে বহাল রয়েছেন প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়। একই রকম ভাবে ফুটবল সচিবের পদ অলঙ্কিত করেছেন মুখ্যমন্ত্রীর ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় যিনি ময়দানে পরিচিত বাবুন বন্দ্যোপাধ্যায় নামেই।

এ দিন নির্বাচনের জেতার পর সদস্য সমর্থকদের সামনে একাধিক প্রতিশ্রুতি দিয়েছেন নব নিযুক্ত সচিব দেবাশিস দত্ত। দেবাশিস বলেছেন, “ক্লাবেই নতুন জিমনাসিয়াম বসছে। গোয়া থেকে সমস্ত সরঞ্জাম চলে এসেছে। এ বার থেকে সিনিয়র দলের ফুটবলাররা ক্লাব তাঁবু ব্যবহার করবে এবং এখানেই জিম করবে।

নতুন মরসুমে কলকাতা লিগ সহ একাধিক প্রথম সারির টু্র্নামেন্টে অংশ নেবে দল। কলকাতা লিগের পাশাপাশি সিনিয়র দলকে অংশ নেবে শিল্ড এবং ডুরান্ডে। ১৫ এপ্রিলের পর মাটি খুঁরে নতুন করে মাঠ তৈরির কাজ শুরু হবে। মাঠ নতুন ভাবে তৈরি হওয়ার পর সিনিয়মর দল এই মাঠে অনুশীলন করবে।

কন্যাশ্রী কাপ খেলার জন্য মহিলা ফুটবল দল গড়া হবে। ফিরিয়ে আনা হবে মোহনবাগানের অন্যতম ঐতিহ্য হকিকে। তৈরি হবে হকি দল, গুরুত্ব দেওয়া হবে অ্যাথেলেটিক্সকেও। শিলিগুড়িতে মোহনবাগান ক্লাবের নামে একটি রাস্তা নামকরণ করা হবে।

প্রয়াত প্রাক্তন ফুটবলার চুনী গোস্বামীর নামে ক্লাব তাঁবুতে গেট করা হবে খুব শীঘ্রই।”এরই সঙ্গে দেবাশিস জানিয়েছেন ক্যাফেটোরিয়ায়র আরও উন্নতি সাধন করা হবে এবং সদস্যদের দু’টি কার্ডের পরিবর্তে একটি কার্ড করে দেওয়া হবে এবং অন লাইনে যাতে তাঁরা বার্ষিক সদস্যপদের টাকা জমা দিতে পারে সেই ব্যবস্থাও করা হবে।

তবে, মোহনবাগানের সভাপতি কে হবে সেই বিষয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে। নতুন বোর্ডের প্রথম কর্ম সমিতির বৈঠক হবে। দেবাশিস জানিয়েছেন, ওই বৈঠকেই প্রত্যেকের সদস্যের মতামত নিয়ে নতুন সভাপতি নির্বাচিত করা হবে।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *