কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোন পেলেন জুরি হওয়ার দায়িত্ব

কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোন পেলেন জুরি হওয়ার দায়িত্ব

ব্যুরো রিপোর্ট:  কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোন এবার পেয়ে গেলেন নতুন দায়িত্ব। কানের বিচারকদের মধ্যে স্থান পেলেন, জুড়ি সদস্য হিসেবে উঠে এল দীপিকা পাড়ুকোনের নাম।

কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন রণবীর সিং ঘরণী। ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট ন’জন জুরি বা বিচারক রয়েছেন।

যাঁর মধ্যে একজন দীপিকা। আন্তর্জাতিক মঞ্চে দীপিকার জায়গা করে নেওয়া গোটা দেশের কাছে সম্মানের। এর অন্য সদস্যরা হলেন ব্রিটিশ অভিনেত্রী-পরিচালক রেবেকা হল, সুইডিশ অভিনেত্রী নুমি রাপাস, ইতালীয় অভিনেত্রী-পরিচালক জেসমিন ত্রিনকা,

ইরানি পরিচালক আসগর ফারহাদি, ফরাসি পরিচালক লাদি লি, মার্কিন পরিচালক জেফ নিকোলস, নরওয়ের পরিচালক জোয়াচিম ট্রায়ার।চলতি বছর ১৭ মে শুরু কান ফিল্ম ফেস্টিভ্যাল।

চলবে ২৮ মে পর্যন্ত। মঙ্গলবার কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ ৯ সদস্যের জুরি বোর্ডের প্রেসিডেন্ট ও সদস্যদের নাম টুইটারে প্রকাশ করেছে। এ বছর উৎসবের সেরা পুরস্কার ‘পাম দ’-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম দীপিকা।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *