ব্যুরো রিপোর্ট: দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে বোমাতঙ্ক। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন আল কায়দা বিমানবন্দরে হামলা করতে পারে।
গোপন সূত্রে এমন খবর পেয়েছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। আর এর পরেই বাড়ানো হয়েছে বিমানবন্দরের নিরাপত্তা।
জানা গিয়েছে, শনিবার একটি ইমেল আসে দিল্লি বিমানবন্দরের কন্ট্রোল রুমে। সেখানে মহম্মদ জালাল এবং তাঁর স্ত্রী হাসিনা নামে দু’জন সিঙ্গাপুর থেকে দিল্লি আসছে বলে লেখা ছিল। তাঁরা আগামী তিন দিনের মধ্যে বোমা রাখার পরিকল্পনা করেছেন বলেও লেখা ছিল ওই ইমেলে।
আর এই ইমেল পাওয়ার পরেই তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। অবশ্য বিমানবন্দরে বোমা পাওয়া যায়নি বলে জানা গিয়েছে। কিন্তু বিষয়টিকে হালকা ভাবে নিচ্ছে না দিল্লি পুলিশ ও বিমানবন্দর কর্তৃপক্ষ।
ইতিমধ্যে দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইমেলটি কোথা থেকে পাঠানো হয়েছে সেটাও ক্ষতিয়ে দেখা হচ্ছে।