ব্যুরো রিপোর্ট: সোমবার উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যার জেরে এদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে এবং মঙ্গলবার বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে।
যার জেরে মৎস্যজীবীদের উদ্দেশেও সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে আগামী কয়েকদিন গরম কমতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ।
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই।
উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, তারপর থেকে দিনের তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
এদিন সকালে আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ সেপ্টেম্বর বুধবার সকালের মধ্যে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে।
বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন না হলেও, পরবর্তী সময়ে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।
সোমবার সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগের মতোই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩৫ ও ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আসানসোল ২৬.৪
বালুরঘাট ২৬.৬
বাঁকুড়া ২৬.৬
ব্যারাকপুর ২৭.৮
বহরমপুর ২৫.৬
বর্ধমান ২৪
ক্যানিং ২৬.৬
কোচবিহার ২৬.৩
দার্জিলিং ১৫.৮
দিঘা ২৭.১
কলকাতা ২৮
মালদহ ২৯.২
পানাগড় ২৬.৮
পুরুলিয়া ২৬.১
শিলিগুড়ি ২৬.৫
শ্রীনিকেতন ২৫.৬
উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা। যার জেরে মৎস্যজীবীদের আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে মাছ ধরতে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে।
মৌসুমা অক্ষরেখা স্বাভাবিক অবস্থানের দক্ষিণে রয়েছে। আগামী তিনদিন তা ওই অবস্থাতেই থাকবে বলে পূর্বাভাস। বর্তমানে মৌসুমী অক্ষরেখা অনুপগড়, হিসার, মিরাট, হরদই, বারানসী,
জামশেদপুর. বালাসোর হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উত্তর এবং সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত অবস্থান করছে তারই প্রভাবে আগামী ১২ ঘন্টার মধ্যে উত্তর এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা তৈরি হয়েছে।