ব্যুরো রিপোর্ট: সংসদে কম সময় খরচ করে কেন্দ্রীয় সরকার একের পর এক বিল পাশ করাচ্ছেন বলে সোমবার নেটমাধ্যমে অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।
তার পরিসংখ্যান তুলে ধরে তিনি ক্যাপশনে লিখেছিলেন, সংসদে আইন পাশ হচ্ছে, না পাপড়ি চাট বানানো হচ্ছে। তৃণমূল সাংসদের এই মন্তব্যের বিরুদ্ধে মঙ্গলবার বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মঙ্গলবার বিজেপি সাংসদদের নিয়ে বৈঠকে তিনি বলেন, ডেরেক যে মন্তব্য করেছেন তা নিম্নমানের। এই মন্তব্য করে তিনি সংসদ, সংবিধান, গণতন্ত্র ও দেশবাসীকে অপমান করেছেন।
এই বিষয়ে সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীও বলেছেন, ‘আমরা সব বিল নিয়ে আলোচনা করতে তৈরি। আমাদের কোনও তাড়া নেই। তৃণমূলের এক সাংসদ সংসদকে অপমান করেছেন। তাঁর উচিত দেশের কাছে ক্ষমা চাওয়া।’
এদিনের বৈঠকে উঠে আসে তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত থেকে পাগাসাস বিষয়ে বিবৃতি ছিনিয়ে নেওয়ার প্রসঙ্গও। এই বিষয়ে তৃণমূল সাংসদ শান্তনু সেনকে আক্রমণ করে মোদী বলেছেন,
সংসদের দুই কক্ষে বিরোধীরা সংসদের অপমান করছেন। আর যিনি কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছিলেন তিনি অনুশোচনাও প্রকাশ করেননি।