বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও বলিউডে কেরিয়ার গড়ে সফল এই সুপারস্টাররা! একনজরে তালিকা

বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও বলিউডে কেরিয়ার গড়ে সফল এই সুপারস্টাররা! একনজরে তালিকা

ব্যুরো রিপোর্ট:  যা নেশা, তাকেই পেশা করার রাস্তা সকলের ক্ষেত্রে সমান হয় না। গতির বিপরীত দিকে চলতে গেলেই ববু বাধা বিপত্তি আসে। সেই জায়গা থেকে ঠান্ডা মাথায় সমস্ত দিক সামলে নিজের লক্ষ্যে অবিচল খুব কম জনই থাকতে পারেন।

কেরিয়ার গড়ার লক্ষ্যে নিজের সুখের জীবন ছেড়ে অনেকেই বিলাসিতা থেকে দূরে প্রবল জীবন সংগ্রাম চালিয়ে সাফল্য অর্জন করে নেন। তবে সেই রাস্তা মোটেও সহজ নয়। বহু তারকাই বলে থাকেন, লক্ষ্য পেতে কঠোর অধ্যাবসায় না থাকলে

, সমস্যা দ্বিগুণ হতে থাকে। এই পরিস্থিতিতে পড়েছেন বহু তারকাই। তবে হার মানেননি। বলিউডে এমনও বহু তারকা রয়েছেন যাঁরা বাড়ির অমতে, বাবা মায়ের অনিচ্ছা সত্ত্বেও বলিউডে কেরিয়ার গড়ে সফল হয়েছেন। দেখে নেওয়া যাক এমন তারকাদের।

বলিউডের পথে না গিয়ে নেহা ধুপিয়াকে তাঁর অভিভাবকরা পড়াশোনা সংক্রান্ত পথে নিয়ে যেতে চেয়েছিলেন। মেয়ে নিজের কেরিয়ারে যাতে সাফল্য পান তার জন্য নেহা ধুপিয়ার অভিভাবকরা চেয়েছিলেন যে নেহা যেন আইএএস অফিসার হয়ে ওঠেন।

বলিউডের পথে না গিয়ে, যেন নেহা ধুপিয়াএকতন তাবড় আমলা হয়ে দেবশ সেবা করতে পারেন, তার চেষ্টা করেন তাঁর বাবা মা। তবে অভিবাবকদের যাবতীয় ইচ্ছার বিরুদ্ধে গিয়ে নেহা যোগ দেন বলিউডে।

এদিকে, সুশান্ত সিং রাজপুত এআইট্রিপলই-তে বড় ব়্যাঙ্ক পান। এমনকি ইঞ্জিনিয়ারিং কলেজে যোগও দেন। তবে পড়াশোনা শেষ হওয়ার আগেই সুশান্ত মুম্বইতে চলে যান। সেখানে নিজের মতো করে স্বপ্ন পূরণের চেষ্টা করেন।

ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সুশান্ত ধীরে ধীরে শামক দাবারের কাছে নাচের তালিম নেন। যদিও তাঁর বাবা এ মা চেয়েছিলেন তিনি বড় ইঞ্জিনিয়ার হবেন,তবে বলিউডের তাবড় তারকা হয়ে কার্যত স্রোতের উল্টো দিকে হাঁটেন তিনি।

পাহাড়ি এলাকার সাধারণ পরিবারে জন্ম নেন কঙ্গনা রানাওয়াত। খুবই কম বয়সে তিনি চলে আসেন বলিউডে। অনুরাগ বসুর পরিচালনায় তিনি ‘গ্যাংস্টার’ ছবিতে অংশ নেন।

নায়িকা হিসাবে জন্ম হয় কঙ্গনার। তবে তাঁর বাবা মা চেয়েছিলেন যে তিনি বড় হয়ে চিকিৎসক হোন। তবে সেই আশায় কার্যত দাড়ি টেনে তিনি বেড়িয়ে পড়েন মুম্বইয়ের পথে।

বলিউডে তারকা পরিবারের সন্তান হয়েও বলিউডে আসতে আমিরকে বারণ করেন তাঁর অভিভাবকরা। অভিনেতা নন। আমিরের বাবা মা চেয়েছিলেন যে, তিনি যাতে,

ইঞ্জিনিয়ার হয়ে দেশকে গর্বের জায়গায় তুলে ধরেন। তবে আমির দেশকে গর্ব এনে দেন। আর তা তাঁর বলিউডের পর পর ব্লকবাস্টারের হাত ধরে। যা বিশ্বের দরবারে বহু হল-এ আলাদা রেকর্ড গঠন করে।

বাবা নামী ক্রীড়াবিদ প্রকাশ পাড়ুকোন। মায়ের রয়েছে ব্যবসায়িক প্রেক্ষাপট। সেই জায়গা থেকে মেয়ে বলিউডে গিয়ে ফিল্মে অভিনয় করবেন, তা মেনে নিতে পারেনি পাড়ুকোন পরিবার।

বাবা প্রকাশ চেয়েছিলেন দীপিকা যাতে ব্যাটমিন্টনকেই আপন করে নেন। তবে তা হয়নি। কিন্তু নিজের লক্ষ্যে স্থির থেকে দীপিকা এক অনন্য সাফল্য পেয়ে যান বলিউডে। যা নিয়ে খুশি পাড়ুোকন পরিবার।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *