ব্যুরো রিপোর্ট: উৎসবের মরশুমে ফের রান্না ঘরে আগুন। এক ধাক্কায় রান্নার গ্যাসের দাম বাড়ল ১০০ টাকা। যদিও বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে। ডোমেস্টিক এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।প্রসঙ্গত উল্লেখ্য নবরাত্রির আগে ১৪ কেজির সিলিন্ডারের দাম কমিয়েছিল মোদী সরকার।
প্রায় ২০০ টাকা দাম কমানো হয়েছিল।কিন্তু দীপাবলির আগে আবার বাণিজ্যিক রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম বাড়ানোয় নতুন সংকট তৈরি হবে। কারণ উৎসবের মরশুমে সকলেই বাইরে খাওয়াদাওয়া করেন। সেক্ষেত্রে অনেকটাই দাম বাড়বে খাবারের। কাজেই হোটেল রেস্তোরাঁয় উৎসব যাপন অনেকেই কাটছাঁট করবে।
সেক্ষেত্রে আবার ধাক্কা খাবেন ব্যবসায়ীরাও।বিশেষ করে ছোট ব্যবসায়ীদের সংকট আরো বাড়বে। হঠাৎ করে ১০০ টাকা দাম বাড়ানোয় ধাক্কা খাবেন ব্যবসায়ীরা। ১৯ কোজির সিলিন্ডারের দাম এখন দাঁড়িয়েছে ১৯৪৩ টাকা। নভেম্বর মাসের প্রথম দিন থেকেই েই দাম কার্যকর করা হয়েছে।
এখন থেকে কলকাতায় ১৯ কেজি সিিলন্ডার কিনতে খরচ হবে ১৯৪৩ টাকা আগে যেখানে খরচ করতে হত ১৮৩৯ টাকা। সেপ্টেম্বর মাসে দাম আরও কম ছিল। মাত্র ১৬৩৬ টাকা খরচ করতে হচ্ছিল বাণিজ্যিক সিলিন্ডারের জন্য।দিল্লিতে ১৯ কেজির সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১৮৩৩ টাকা।
১ নভেম্বর অর্থাৎ আজ থেকেই ১০১.৫০ টাকা দাম বে়ড়েছে ১৯ কেজির সিলিন্ডারের। তবে ১৪ কেজির ডোমেস্টিক সিলিন্ডারের দাম ১১০০ টাকা থেকে কমে ৯০০ টাকায় নেমে এসেছে গত মাস থেকে। সাধারণ মানুষের কথা ভেবেই মোদী সরকার গত মাসে ২০০ টাকা রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছিল।