ব্যুরো রিপোর্ট: হাওড়ায় এবার সংরক্ষিত তালিকার জন্য ডিজিটাল চার্ট চালু হতে চলেছে। সাধারণভাবে প্ল্যাটফর্মে ঢোকার মুখে বোর্ডে কাগজ দিয়ে সংরক্ষিত তালিকা প্রকাশ করা হত রেলের তরফে। এবার থেকে রাখা হবে ডিজিটাল চার্ট।
মঙ্গলবার এই ডিজিটাল চার্টের উদ্বোধন করবেন পূর্ব রেলের জিএম। প্রাথমিকভাবে ৯ নম্বর প্ল্যাটফর্মে আটটি ৫০ ইঞ্চি টিভি স্ক্রিন বসানো হয়েছে। এর মধ্যে চারটিতে বিজ্ঞাপন চলবে, অন্য চারটিতে যাত্রীদের নামের তালিকা দেখা যাবে।