ব্যুরো রিপোর্ট: সম্প্রতি গান্ধী মূর্তির পাদদেশে রাজ্যের নারী সুরক্ষা এবং ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপি সাংসদরা।
প্রতিবাদ দেখানোর সময় যে পোস্টের দিলীপের হাতে ছিল সেখানে লেখা ছিল কন্যাশ্রী চাহিনা, নারী সম্মান চাই। কিন্তু ওই পোস্টারে ‘কন্যাশ্রী’ বানান লেখা ছিল ‘কন্নাশ্রী’। এই ঘটনায় দিলীপ ঘোষকে কটাক্ষ করলেন বিজেপি নেতা তথাগত রায়।
তথাগত রায়ও রাজ্য বিজেপি সভাপতিকে কটাক্ষ করে সশ্যাল মিডিয়ায় লিখেছে, ‘এই জন্যেই বিদ্যাসাগর মশাই বলে গিয়েছেন, ‘‘মূর্খের অশেষ দোষ’’। পোস্টারটা যে ছেপেছে তার কথা বলছি। বাংলা বর্ণমালার হ্রস্ব-ই বর্ণটা পর্যন্ত চেনা যাচ্ছে না!’
এই ঘটনায় দিলীপ ঘোষ বলেছেন, ‘অনুবাদের সময় অনেক সময় বানান ভুল হয়ে যায়। এই ভুল নিয়ে অনেককে আলোচনার সুযোগ করে দিলাম।’