ব্যুরো রিপোর্ট: ঘরে ঘরে এখন চলছে দিওয়ালি সাফাই অভিযান। মোদী সরকারও সাফাই অভিযান শুরু করে দিয়েছে। সরকারি দফতরে আবর্জানা সাফাইয়ের অভিযান চলছে। সেই আবর্জনা বিক্রি করে কতটা সরকারের ঘরে এসেছে জানলে চমকে উঠবেন সবাই। ৪০ কোটি টাকা ঘরে তুলেছে মোদী সরকার।
চারটি রাষ্টপতি ভবনের সমান আবর্জনা জমেছিল। বিভিন্ন সরকারি দফতরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে এই সাফাই অভিযান চালানো হয়।দীপাবলি সাফাই অভিযান শুরু করেছে মোদী সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে সরকারি দফতর গুলিতে চলছে সাফাই অভিযান।
তাতে যে পরিমান আবর্জনা তৈরি হয়েছিল তা দেখলে চমকে উঠতে হবে। সাফাই অভিযানে চারটি রাষ্ট্রপতি ভবনের সমান আবর্জনা বা বাতিল কাগজপত্র ফাইল জমা হয়েছিল বিভিন্ন সরকারি দফতরে। ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সাফাই অভিযানে ১৩.৭৩ লক্ষ ফাইল জমা করা হয়েছিল যেগুলো আবর্জনা ছাড়া আর কিছু নয়।
৮.০৬ লক্ষ স্কয়ার ফুট জায়গা জুড়ে ছিল সেগুলি। যা চারটি রাষ্ট্রপতি ভবনের সমান।রাষ্ট্রপতি ভবনের এলাকা ২ লক্ষ স্কোয়ারফুট। কাজই বোঝা যাচ্ছে কি বিপুল পরিমান আবর্জনা ছিল তাতে।অক্টোবর মাসেক প্রথম দিন থেকে বিভিন্ন সরকারি দফতরে এই সাফাই অভিযান চলছিল।
এই বিপুল পরিমান আবর্জনা বিক্রি করে ৪০ কোটি টাকা আয় করেছে মোদী সরকার। নভেম্বর মাসের ৮ তারিক পর্যন্ত বিভিন্নমন্ত্রকে চলবে এই সাফাই অভিযান। কাজেই সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ৮ নভেম্বর পর্যন্ত সাফাই অভিযানে ১৫.২৩ লক্ষ সরকারি ফাইল সাফাইয়ের টার্গেট নেওয়া হয়েছে।
যেফাইলগুলি বাতিল করা হয়েছে তার মধ্যে ২.৯২ লক্ষ ফাইল পাবলিক গ্রিভেন্সের। আর ৩.২৮ লক্ষ ফাইল ওভার ডিউ হয়ে রয়েছে। আর উর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদনে ১৮,০০০ ফাইল। ৮,৩০০ ফাইল সাংসদদের অনুমোদনের ফাইল। আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্দেশ দিয়েছিলেন অপ্রয়োজনীয় ফাইলগুলি বাতিল করে অফিস পরিষ্কার করতে হবে।
এবং সাংসদদের অনুমোদনের জন্য যেসব ফাইল আটকে রয়েছে সেগুলিকে অবিলম্বে অনুমোদনদিয়ে ফাইল ক্লিয়ার করতে হবে। ২০২৪-র লোকসভা ভোটকে টার্গেট করেই মোদী সরকার এই সাফাই অভিযান চালিয়েছেন বলে মনে করা হচ্ছে।২০২৪ সালে লোকসভা নির্বাচন।
তার আগে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তার আগে থেকে মন্ত্রক গুলিকে তাই আগে কাজে গতি আনার চেষ্টা করছে মোদী সরকার। সেকারণেই চাপ দিয়ে অফিস সাফই অভিযান শুরু হয়েছে।
এখন থেকেই কাজ গোছাতে শুরু করে দিয়েছে তারা। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে। মন্ত্রকগুলিকে কাজে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। একাধিক জায়গায় চলছে সাফাই অভিযান।