ব্যুরো রিপোর্ট: একজন ভিখারি প্রতি মাসে কত অ্যায় করেন, তা নিয়ে আমরা হয়তো মাথা ঘামায় না। কিন্তু, যদি জানতে পারেন যেকোনো সরকারি বা বেসরকারি চাকুরের থেকে একজন ভিখারি বেশি আয় করছেন,
তাহলে অবাক হবেন তো?কয়েকটি সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, দেশের সব থেকে ধনী ভিখারি হলেন মুম্বইয়ের পোরেলের বাসিন্দা ভরত জৈন। রিপোর্ট অনুযায়ী, ভরতের মাসিক আয় ৭৫ হাজার টাকার বেশি।
পাশাপাশি তাঁর দুটি আপার্টমেন্ট আছে। যার এক একটার দাম ৭০ লক্ষ টাকা। সেখানে বাবা, ভাই, স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন তিনি। পাশাপাশি তাঁর একটি দোকানও রয়েছে। যেটা ভাড়া দিয়ে প্রতিমাসে ১০ হাজার টাকা আয় করেন।
ধনী ভিখারিদের মধ্যে রয়েছেন কলকাতার লক্ষ্মী দাস। ১৯৬৪ সাল থেকে ভিক্ষা করছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, লক্ষ্মীর প্রতিমাসের আয় হল ৩০ হাজার টাকা। পাশাপাশি ব্যাঙ্কেও তাঁর অনেক টাকা গচ্ছিত রয়েছে।