ব্যুরো রিপোর্ট: বজ বজ ২ নং এর অন্তর্গত চাকমানিক অঞ্চল এর বৈরাগি পাড়ায় করোনার হানা , আতঙ্কে এলকার মানুষ জন।করোনা তে আক্রান্ত চকমানিক গ্রামের গুরুচরণ বৈরাগি, প্রতিমা বৈরাগী, শুনোভা বৈরাগী।
এলাকায় বেশ কিছু মানুষ ও জ্বরে আক্রান্ত। আজ বজ বজ ২ নম্বর ব্লক এর সহ সভাপতি সুব্রত ব্যানার্জী ও নদাখালি থানার পুলিশ অধিকারিকরা মিলিত ভাবে আজ এলাকায় করোনা বিধি যাতে মানুষ জন মানে তার জন্য প্রচার শুরু করলো।
বিলি করা হলো ম্যাক্স। এছাড়া যারা যারা করোনা তে আক্রান্ত তাদের বাড়ি গিয়ে সব রকমের খাওয়ার দাওয়ার ওষুধ দিয়ে আসলেন সুব্রত বাবু ও থানার ও সি, এবং পরিবার এর পাশে থাকার আশ্বাস দিলেন।
সুব্রত বাবু জানান এলাকায় বেশ কিছু মানুষ জন জ্বরে আক্রান্ত । প্রতি সপ্তাহে ২০০ জন মানুষ কে কভিড টেস্ট করা হচ্ছে আগামী কাল থেকে টেস্ট এর পরিমাণ বাড়ানো হবে এমন টাই জানালো সুব্রত ব্যানার্জি।
আজ থেকে এলকায় করোনা ম্যাক্স পড়া নিয়ে কড়াকড়ি শুরু করলো প্রশাসন । সুব্রত ব্যানার্জি জানান আজ প্রথম দিন মানুষ দের বোঝানো হলো আগামি কাল থেকে কড়াকড়ি করা হবে যারা ম্যাক্স পড়বেনা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।