ব্যুরো রিপোর্ট: আড়াই ঘন্টার প্রবল বৃষ্টি। এর জেরেই জলে ডুবলব্যুরো রিপোর্ট: হায়দরাবাদ। রেস্তরাঁ থেকে ঘরবাড়ি সবই ডুবেছে জলের মধ্যে। প্রবল বৃষ্টিতে জলের স্রোতে দু’জন নিখোঁজ হয়েছিলেন বলেও জানা গিয়েছিল।
শুক্রবার রাত সাড়ে আটটা থেকে ১১ টা পর্যন্ত প্রবল বৃষ্টি হয়। আর এই বৃষ্টির জল গিয়ে জমে শহরের নীচু তলায়। ফলে হায়দরাবাদের বেশ কিছু এলাকায় জল থইথই করতে দেখা যায়।
এমনকি প্রবল স্রোতে গাড়ি ভেসে যাওয়ার ছবিও ধরা পড়েছে।গত বছরের এই সময়ে প্রবল বৃষ্টি হয়েছিল দক্ষিণের এই শহরে। গত শুক্রবারের প্রবল বৃষ্টি গত বছরের স্মৃতি তুলে এনেছে সেখানকার সাধারণ মানুষের মনে।