ব্যুরো রিপোর্ট: গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে প্রায় তিন টন মাদক বাজেয়াপ্ত করল ডিআরআই আধিকারিকরা। মাদক-সহ গ্রেফতার করা হয়েছে দুই ব্যক্তিকেও।সূত্রের খবর, মুন্দ্রা বন্দরে অন্যান্য কন্টেনারের সঙ্গে এই দুটি কন্টেনার এসেছিল।
এই দুটি কন্টেনারকে পাউডার দিয়ে চিহ্নিত করা ছিল। এর পর সন্দেহ হওয়ায় কন্টেনার দুটিকে আটক করে ডিআরআইয়ের আধিকারিকরা। কন্টেনার দুটি খুলতেই আধিকারিকরা দেখেন দুটি কন্টেনারে তিন হাজার কেজি মাদক ঠাসা রয়েছে।
ডিআরআই সূত্রে খবর, তিন টন এই মাদকের বাজার মূল্য হল ১৯ হাজার ৯০০ কোটি টাকা।গুজরাতে এই মাদক উদ্ধার হতেই দিল্লি, চেন্নাই, আমদাবাদ, গান্ধীধাম এবং মাণ্ডবীতেও তল্লাশি শুরু করেছে ডিআরআই আধিকারিকরা। তবে বাজেয়াপ্ত হওয়া মাদক কোথায় পাচার করা হচ্ছিল তা জানা যায়নি।