মমতার আদলে দূর্গা প্রতিমা

মমতার আদলে দূর্গা প্রতিমা

ব্যুরো রিপোর্ট:  বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। আসন্ন দুর্গাপুজোয় কলকাতার উত্তর শহরতলির বাগুইআটি নজরুল পার্ক উন্নয়ন সমিতিতে মূল থিম ‘তুমিই ভরসা’।

চমকের বিষয় এই যে এই পুজোয় দুর্গা প্রতিমা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আদলে গড়ে তোলা হচ্ছে। আর মন্ডপ লক্ষ্মীর ভান্ডারের আদলে।

কলাকাতার জনপ্রিয় পুজোগুলির মধ্য়ে নজরুল পার্কের পুজো অন্যতম। এবার সেখানকার উদ্যোক্তারাই মমতার আদলে দেবীমূর্তি তৈরির সিদ্ধান্ত নিয়েছেন। মূর্তিটি হবে ফাইবার গ্লাসের।

প্রতিমা তৈরি করছেন কুমারটুলির প্রতিমাশিল্পী মিন্টু পালকে। মূর্তির পরনে থাকবে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মতোই নীল পাড় সাদা শাড়ি এবং পায়ে হাওয়াই চপ্পল। সাধারণ দুর্গা প্রতিমার মতোই এই মূর্তির দশটি হাত থাকবে।

তবে সেই দশ হাতে অস্ত্রের বদলে থাকবে মমতার সরকারের ১০টি জনপ্রিয় প্রকল্পের প্রতীক। প্রতিমার চালচিত্র হবে বিশ্ব বাংলা লোগোর আদলে।

পুজো উদ্যোক্তাদের বক্তব্য়, বিগত ১০ বছরে রাজ্যে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের উন্নয়নের একাধিক প্রকল্পকে ঘিরেই সেজে উঠবে এবারের পুজো। থিমের নাম দেওয়া হয়েছে ‘তুমিই ভরসা’।

মন্ডপ তৈরি হবে তাঁর সাম্প্রতিক ঘোষিত ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্পের আদলে। পাশাপাশি মন্ডপে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা হবে। তাঁদের আরও দাবি,

গোটা বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আদলে দুর্গাপ্রতিমা গড়ার প্রয়াস এই প্রথম। তবে নদিয়ার চাকদহের প্রান্তিক ক্লাব ২০১৬ সালের দূর্গাপুজোয় তাঁদের প্রতিমা মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের আদলে তৈরি করেছিল। যা যথেষ্ট নজর কেড়েছিল দর্শনার্থীদের।

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *